Bangla News Dunia, বাপ্পাদিত্য:-আরও বিষাক্ত দেশের রাজধানীর বাতাস। পরিস্থিতি সামাল দিতে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় GRAP 4 বহাল করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)। রাজধানীর বাতাসের গুণমান ‘severe’ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CAQM জানিয়েছে দিল্লির বাতাসে দূষণের মাত্রা (AQI) পৌঁছে গিয়েছে ৩৮৬-তে। IMD-এর পূর্বাভাস এই দূষণের মাত্রা ৪০০ পেরিয়ে যাবে অর্থাৎ পরিস্থিতি আরও জটিল হবে। কুয়াশা পরিস্থিতি এবং ঠান্ডার জন্য এমন হবে।
CAQM শীতের সময় দিল্লি-এনসিআর এলাকায় দূষণ রোধে একাধিক ব্যবস্থা নেয়। বায়ুর গুণমানের মাত্রাকে ৪টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক স্টেজ ৪।
আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা
GRAP 4-এ কী কী পদক্ষেপ?
১. নির্মাণকাজ এবং ভাঙার কাজ বন্ধ থাকবে। জনগণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্র যেমন রেল, বিমান, প্রতিরক্ষা ও হাসপাতালের ক্ষেত্রে ছাড় রয়েছে।
২. গোটা NCR এলাকায় পাথর ভাঙাইয়ের কাজ বন্ধ থাকবে।
৩. সবরকম খনি সংক্রান্ত কাজ বন্ধ থাকবে
৪. দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং নয়ডায় BS-3 পেট্রোল এবং BS-4 ডিজ়েল গাড়ি চালানো বন্ধ থাকবে।
৫. দিল্লির নম্বরে নথিভুক্ত BS-4 বা তার নীচের ডিজ়েলচালিত মাঝারি মাপের মাল পরিবহনের গাড়ি বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও পরিষেবার পরিবহনের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে।
এ ছাড়াও আরও কিছু কিছু পদক্ষেপ নিতে পারে প্রশাসন। বায়ু দূষণের মাত্রা লাগামে আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। প্রতিবছরেই শীতের সময়ে দিল্লি ও লাগোয়া এলাকায় বায়ুর দূষণমাত্রা ভয়ঙ্কর রকমের বেড়ে যায়। এই বছরেও ছবিটা একইরকম রয়ে গিয়েছে। দূষণে জেরবার হয়েছে দিল্লি ও লাগোয়া এলাকায় সাধারণ মানুষ। দূষণ রোধের জন্য পদক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকেও। এমনকী আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনেও ইস্যু হয়ে উঠেছে দূষণ।
আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….
আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন