মনোবিদের কেলেঙ্কারি ফাঁস করলেন তরুণী, সস্ত্রীক তুলে নিয়ে গেলো পুলিশ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজকাল অনেকেই মনোবিদের পরামর্শ নেন। একদম অল্প বয়সি থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া, চাকরিজীবী কিংবা বয়স্ক কেউ— মনোবিদের ভূমিকা কারও কারও জীবনে প্রিয় বন্ধুর মতো। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে যে, এমন ফাঁদ পাতা যেতে পারে, তা ভাবতেও পারেননি নাগপুরের এক প্রতিষ্ঠানের ছাত্রীরা। যৌন হেনস্থা ও ব্ল্যাকমেল করার অভিযোগে নাগপুরের ৪৫ বছর বয়সি সাইকোলজিস্ট ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট কাউন্সিলারকে সম্প্রতি গ্রেপ্তার করেছে হুদকেশ্বর থানার পুলিশ।

অভিযোগ, ১৫ বছর ধরে নাগপুরে নিজের ক্লিনিকে কাউন্সেলিং করেন ওই মনোবিদ। একই সঙ্গে ব্যক্তিত্বের পাঠও পড়ান তিনি। তার রেশ ধরেই ৫০ জনকে যৌন হেনস্থা ও ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। পকসো আইন ও এসসি এসটি ধারায় মামলা দায়ের হয়েছে।

কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠানের এক প্রাক্তনীর হাত ধরে গোটা ঘটনা সামনে আসে। এই ঘটনায় ওই মনোবিদের পাশাপাশি তাঁর ছাত্রী তথা স্ত্রী ও বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

কী অভিযোগ ওই মনোবিদের বিরুদ্ধে? তাঁর প্রতিষ্ঠানে আসা ছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে ঘুরতে যেতেন তিনি। এই ট্যুরগুলি মূলত শিক্ষামূলক ভ্রমণ বলে দাবি করতেন। এমনকী পিকনিকেও যেতেন। অভিযোগ, সেখানে গিয়ে মদ খেয়ে ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। যৌন সংসর্গের অভিযোগের পাশাপাশি অন্তরঙ্গ ছবি তোলারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর ফোন বাজেয়াপ্ত করে এ সংক্রান্ত বেশ কিছু তথ্যও হাতে উঠে এসেছে পুলিশের।

পুলিশের এমনও অনুমান, মেয়েদের নির্দিষ্ট কোনও ওষুধ খাওয়ানো হতো। পুলিশ জানিয়েছে, বাইরে গেলে তিনি ছাত্রীদের সঙ্গে থাকা পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় ক্যাম্পও করতেন ছাত্রীদের নিয়ে।

মূলত, যে সমস্ত মেয়েরা একটু কম কথা বলে, সব জায়গায় নিজের কথা বলে উঠতে পারে না, সকলের সঙ্গে মিশতে পারে না, তাদের গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপ করানোই ওই মনোবিদের প্রতিষ্ঠানের কাজ।

সম্প্রতি এই প্রতিষ্ঠানের এক প্রাক্তনী ওই মনোবিদের বিরুদ্ধে সরব হন। ২৭ বছরের ওই তরুণী এখন বিবাহিত। তিনিই অভিযোগ তোলেন, নিয়মিত তাঁকে নানা ভাবে ব্ল্যাকমেল করেন ওই মনোবিদ। পুরোনো ছবি দেখিয়ে এখনও তাঁকে ডাকেন। সেই ডাকে সাড়া না দেওয়ায় ছবি ফাঁস করার ভয় দেখান। এরপরই স্বামীকে সবটা জানান তরুণী। স্বামীকে সঙ্গে নিয়েই থানায় যান। আর তাতেই কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে কেউটে। আরও একাধিক প্রাক্তনী ওই তরুণীর পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন