Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কল্যাণ জুয়েলার্সের স্টকের দামে পতন অব্যাহত থাকল বুধবারও। এ নিয়ে টানা আট ট্রেডিং সেশনে দাম পড়ল এই গয়না প্রস্তুতকারক সংস্থার স্টকের। ১৫ জানুয়ারি বাজার খোলার পর থেকেই কল্যাণ জুয়েলার্সের স্টকের দামে পতন শুরু হয়। বেলা আড়াইটা নাগাদ ১২.৪১ শতাংশ কমে ৫২২ টাকায় নেমে গিয়েছিল। যদিও বাজার বন্ধের সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। বুধবার বাজার বন্ধের সময় ৭.৭৮ শতাংশ কমে কল্যাণ জুয়েলার্সের স্টকের দাম হয়েছে ৫৫০ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে এই স্টকের দাম পড়েছে ২০ শতাংশের বেশি। গত এক মাসে পতন হয়েছে প্রায় ২৮ শতাংশ। এই পরিস্থিতি কল্যাণ জুয়েলার্সের স্টক কেনা বুদ্ধিমানের কাজ হবে কি না, সে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।
এক সপ্তাহের বেশি সময় ধরে শেয়ার দরে ধস দেখে ১৪ জানুয়ারি ইনভেস্টরদের সঙ্গে বৈঠক করে ওই সংস্থা। সেখানে তাদের তরফে শেয়ার দরে পতনের বিষয়ে যুক্তি দেওয়া হয়েছে। গত কয়েক দিন পতন হলেও, গত এক বছরে ৩৯ শতাংশ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে গত কোয়ার্টারে এই সংস্থা কত সংখ্যক গয়নার বিপণি খুলেছে, সে হিসাবও লগ্নিকারীদের দেওয়া হয়েছে। কল্যাণ জুয়েলার্সের তরফে জানানো হয়েছে, ২০২৫ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ২৪টি শো-রুম খুলেছে তারা। আগামী দিনে আরও ৮০টি শোরুম খোলার পরিকল্পনা রয়েছে তাদের। এই বলেই শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করার চেষ্টা করেছে ওই সংস্থা।
আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা
গত কয়েক দিনে শেয়ারদরে পতনের মধ্যেই মধ্যেই রটেছিল, কল্যাণ জুয়েলার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সংস্থারই কোনও প্রোমোটার। কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও এফআইআর দায়ের হয়নি সংস্থার বিরুদ্ধে। এই ঘোষণা শেয়ারের পতন কিছুটা হলেও রুখতে পেরেছে। তবে কল্যাণ জুয়েলার্স-এর শেয়ারদরে পতন এখন লগ্নি ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে বলে বিশেষজ্ঞদের। এ বিষয়ে স্টক্সবক্স-এর সিনিয়র অ্যানালিস্ট কুশল গান্ধীর কথায়, ‘কল্যাণ জুয়েলার্সের শেয়ার বিক্রির চাপ আরও বাড়তে পারে। তাই এখন এই স্টক না কেনার পরামর্শ দিচ্ছি আমরা। যাঁরা এই স্টক কিনেছেন তাঁদের প্রফিট বুক যাতে হয়, সে দিকে নজর রাখতে বলা হয়েছে।’
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….
আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন