পুলিশকে গুলি করে উধাও, খুঁজে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার, কে এই ‘ওয়ান্টেড’ সাজ্জাক?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট বিচারাধীন বন্দি। বুধবারের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যে। এ বার অভিযুক্ত যুবক সাজ্জাক আলমকে ধরতে ২ লক্ষ টাকা নগদ পুরস্কারের কথা ঘোষণা করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। যিনি খোঁজ দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু কে সাজ্জাক? যাকে ধরতে, ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করতে হলো পুলিশকে।

সাজ্জাকের বাড়ি জেলারই করণদিঘির ছোটোশহর। বছর ২৫ বয়স। বাবা আব্দুল মাজিদ, মা মেহের বানু। ছিপছিপে চেহারা, টিকালো নাক। জানা গিয়েছে, অপরাধ জগতে বেশ নামডাক রয়েছে সাজ্জাকের। ২০১৯ সালে দুর্গাপুজোর সময়ে করণদিঘিতে এক পোলট্রি ব্যবসায়ী খুন হন।

নবমীর দিন করণদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকানের মধ্যেই সুবেশ দাসকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত এই সাজ্জাক। শুধু সাজ্জাকই নয়, তার বোন মর্জিনা বেগম-সহ আরও দু’জন গ্রেপ্তার করা হয়। পরে মর্জিনা ও এক ধৃত জামিনে মুক্ত হলেও, সাজ্জাক ও তার এক সঙ্গী শেখ নাদিম গত চার বছর ধরে জেলের ভাত খাচ্ছ।

বুধবার এই মামলাতেই ইসলামপুর মহকুমা আদালতে হাজিরা ছিল সাজ্জাকের। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ কর্মীরা তাকে রায়গঞ্জ থেকে ইসলামপুর ফাস্ট ট্র্যাক-২ আদালতে নিয়ে যান। সেখান থেকে রায়গঞ্জে ফেরার পথেই মাঝ রাস্তায় সাজ্জাক জানায়, সে বাথরুম করবে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানো হয়। গাড়িতে সাজ্জাক ছাড়া দুই মহিলা বন্দিও ছিলেন। অন্যদিকে গুলিবিদ্ধ অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর নীলকান্ত সরকার, কনস্টেবল দেবেন বৈশ্য ছাড়াও ছিলেন দুই মহিলা কনস্টেবল ও এক পুরুষ পুলিশ কর্মী। অভিযোগ, তিন চার রাউন্ড গুলি চালানোর পর পালিয়ে যায় সাজ্জাদ।

বুধবারের ঘটনায় সাজ্জাকের স্ত্রী মুসকানকে পুলিশ আটক করেছে। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশের পক্ষ থেকে ওয়ান্টেড লিখে ছবি প্রকাশ করা হয়েছে। শুধু সাজ্জাক নয়, আব্দুল হোসেন নামেও একজনের খোঁজে ছবি প্রকাশ করেছে পুলিশ।

সাজ্জাককে বাইরে থেকে আব্দুল সহযোগিতা করেছে বলে পুলিশের অনুমান। তাদের সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করার জন্য দু’টি ফোন নম্বরও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম

আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন