‘ঘরের ছেলে ঘরে ফিরুক’, চাইছে ভাইরাল আইআইটি বাবার পরিবার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : মুখে একগাল দাড়ি। কাঁধ অবধি ঝাঁকড়া চুল। লম্বা ছিপছিপে চেহারা। যুবকের চোখেমুখে যেন এক অদ্ভুত প্রশান্তি। সর্বদা হাসছেন। শুধু চেহারা নয়, পড়াশোনার জীবনে যদি উঁকি দেওয়া যায়, তাহলে চোখ কপালে উঠবে। আইআইটি বম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। কেবলমাত্র অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরের পড়াশোনাই নয়, পরবর্তীতে ডিজাইনিং নিয়েও পড়াশোনা করেছিলেন কুম্ভমেলার সূত্রে আপাতত চর্চায় থাকা আইআইটি বাবা ওরফে অভয় (Viral IIT Baba)। একটা সময়ে পদার্থবিদ্যা পড়াতেন। বোনের কথায় কানাডাও পাড়ি দিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই মন টেকেনি তাঁর।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

এবারের কুম্ভ মেলায় (Maha Kumbh mela) দেখা মিলেছে অভয়ের। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে পৌঁছে গিয়েছিলেন এই সন্ন্যাসী। সেখানে সংবাদমাধ্যমে নিজের জীবন কাহিনি সম্পর্কে দু’চার কথা বলতে শোনা যায় তাঁকে। আর তার পরই ঝড়ের গতিতে ভাইরাল হন তিনি। এই আইআইটি বাবার আসল নাম অভয় সিং (Abhey Singh)। সাধক জীবনে তিনি পরিচিত হয়ে ওঠেন মাসানি গোরক্ষ নামে। এই অভয়কেই এবার বাড়ি ফেরাতে চাইছে তার পরিবার।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

অভয় সিংয়ের বাবা করণ গ্রেওয়াল হরিয়ানার ঝাঝরের বাসিন্দা। পেশায় আইনজীবী। তিনি জানান, ‘ছেলেকে সবসময় আধ্যাত্মবাদ টানত, আমি ছয় মাস আগে পর্যন্ত ওর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপরও আমি  এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরআগে ও হরিদ্বারে আছে শুনে সেখানে ছুটে গিয়েছিলাম। দেখা হয়নি। হয়তো ও ইচ্ছে করেই দেখা করেনি।’

এখানেই না থেমে ছেলের বাড়ি ফেরা নিয়ে তাঁর বাবা আরও বলেন, ‘অবশ্যই, আমি এবং আমার গোটা পরিবার চাই সে বাড়িতে আসুক। ওর মাও ওকে বাড়ি ফিরতে বলেছিল। কিন্তু ওর একটাই জবাব সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তা আর সম্ভব নয়।’

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন