Bangla News Dunia, দীনেশ : পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল বাংলা আবাস যোজনা প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন উপভোক্তা এই প্রকল্প নিয়ে অভিযোগ করেছেন যে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা গায়েব হয়ে গেছে।
বাংলা আবাস যোজনা প্রকল্পের বর্তমান অবস্থা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া বাংলা আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলির জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া।
২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ৬০,০০০/- টাকা প্রত্যেক উপভোক্তার ব্যাংক একাউন্টে পাঠানো হয়।
কিন্তু উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন উপভোক্তা অভিযোগ করেছে যে, তাদের একাউন্টে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু সেই টাকা উধাও হয়ে গেছে। পান্জিপারা, সরকারপাড়া, নতুনপাড়া এবং শান্তিনগর গ্রামের ৯ জন উপভোক্তার ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার খবর সামনে এসেছে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
কীভাবে টাকা গায়েব হল?
এক উপভোক্তা জানিয়েছে তার একাউন্টে প্রথম ৬০ হাজার টাকা জমা হয়েছিল। তিনি ২০ হাজার টাকা তুলতে গিয়ে দেখেন সম্পূর্ণ টাকাটি একাউন্টে আছে। তবে পরে আরো টাকা তুলতে গিয়ে তিনি লক্ষ্য করেন একাউন্টে আর এক টাকাও নেই।
কী বলছে প্রশাসন?
ইসলামপুর সাইবার থানায় এই বিষয়ে অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে, এই টাকা গায়েব হওয়ার ঘটনা তদন্ত শুরু হয়েছে। সাইবার অপরাধ বিভাগের সাহায্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
দুর্নীতি অভিযোগে সরকারের প্রতিক্রিয়া
এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ রুখতে মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল, এই প্রকল্পে দুর্নীতির কোন রকম জায়গা থাকবে না। এজন্য বাড়ি তৈরি করার আগে ও পরে একাধিকবার সমীক্ষা চালানো হচ্ছে।
সরকারি সূত্র জানিয়েছে, বাংলা আবাস যোজনার এই টাকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। টাকা গায়েব হওয়ার কারণ সাইবার তদন্তের মাধ্যমে বের করার পাশাপাশি উপভোক্তাদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
উপভোক্তাদের মধ্যে আতঙ্ক
তদন্ত শুরু হলেও উপভোক্তাদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া নিয়ে সন্দেহে প্রকাশ করছে। বাংলা আবাস যোজনা প্রকল্পটি রাজ্যের দরিদ্র মানুষের জন্য একটি আশীর্বাদ হলেও এই ধরনের অভিযোগের কারণে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।