Bangla News Dunia, দীনেশ : ক্ষতির হাত থেকে রেহাই পায়নি আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিও। ঝামেলার শেষ নেই ভারতের স্টেট ব্যাঙ্কেও। সবটা শুনে মাথায় হাত গ্রাহকদের। ইতিমধ্যেই প্রায় ৪৫,০০০ কোটি টাকা লোকসান করে বসেছে ব্যাঙ্কটি। মার্কেট ক্যাপিটালাইজেশনও তলানিতে। এবার কী হবে?
হঠাৎ কেন এত বড় মন্দা?
আসলে গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় শেয়ারবাজার চাপে রয়েছে। বড় কোম্পানিগুলোর বাজারমূল্যের উল্লেখযোগ্য পতন ঘটেছে। এমনকি ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং বৃহত্তম বেসরকারী ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কও বিক্রির হাত থেকে বাঁচতে পারেনি৷
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
SBI-এর বাজার মূলধন এসবিআই-এর মার্কেট ক্যাপ (এমক্যাপ) 44,935.46 কোটি টাকা কমে গিয়েছে, যার পরে এর মূল্যায়ন 6,63,233.14 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। একই সময়ে, এইচডিএফসি ব্যাঙ্ক আরও বড় ধাক্কা খেয়েছে, এর মার্কেট ক্যাপ 70,479.23 কোটি টাকা কমেছে, যার মূল্য 12,67,440.61 কোটি টাকায় চলে গিয়েছে।
মূলত গত সপ্তাহ থেকেই বিএসই (বোম্বাই স্টক এক্সচেঞ্জ) ২.৩২% কমেছে, ১৮৪৪.২ পয়েন্ট কমেছে। একইভাবে, নিফটি সূচক ২.৩৮% কমেছে, ৫৭৩.২৫ পয়েন্ট কমেছে। এই পতনের কারণে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই এবং আইটিসি সহ অনেক কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও এই ক্ষতি এড়াতে পারেনি।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির মধ্যে পাঁচটির সম্মিলিত বাজার মূল্য গত সপ্তাহে 1,85,952.31 কোটি টাকা কমেছে, যার মধ্যে HDFC ব্যাঙ্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ চ্যালেঞ্জ সত্ত্বেও, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল এবং আইসিআইসিআই ব্যাঙ্কের পরে, দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা হিসাবে রয়ে গিয়েছে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা