Bangla News Dunia, Pallab : কনকনে ঠান্ডার পথে ভিলেনের মত বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। গোটা পৌষ মাস জুড়ে যেন শীত লুকোচুরি খেলে গেল। এমনকি পৌষের শেষ দিনেও অর্থাৎ মকর সংক্রান্তির দিন তাপমাত্রা কমল তো না বরং উল্টে আরও ২-৩ ডিগ্রি বেড়ে যায়। যার জেরে বেজায় মুখ গোমড়া শীত প্রেমীদের। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার কিছুটা কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
গত ২ দিন ধরে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে সামান্য উপরেই। যার ফলে খুব বেশি ঠান্ডা অনুভব করছে না রাজ্যবাসী। কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্ঝা এসে বারবার উত্তুরে হাওয়ার পথ রুখে দিচ্ছে। তাই চলতি মরশুমে জাঁকিয়ে শীতের টানা প্রভাব খুব কম দেখা গেল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে চিন্তা নেই সপ্তাহান্তে আবার কিছুটা ঠান্ডা পড়তে পারে বলে প্রবল আশঙ্কা আবহাওয়াবিদদের।
সম্প্রতি আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে পূবালী হাওয়ার দাপট। যার ফলে বঙ্গে শীতের প্রবেশের কাটা অব্যাহত থাকছে। স্বস্তির বিষয় হল দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকাল থেকেই দেখা মিলেছে মেঘলা আকাশের।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক খটখটে থাকবে। তবে আগামী শনিবার নাকি নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত