নিজের পোষ্যকে কেটে খাসির মাংস বলে বাজারে বিক্রি, আটক অভিযুক্ত, শোরগোল এলাকায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোষ্যকে ‘খুন’! শুধু তাই নয়, কুকুরের দেহাংশকেই খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগে আটক হলেন সুদীপ রায় নামে এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রায়মশাই গ্রাম পঞ্চায়েত এলাকার পানবাড়িতে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ রয়েছেন কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই নিজের পোষ্যকে নিয়ে বাজারে আসেন। কিন্তু এ দিন পানবাড়ি বাজারে এক প্রান্তে বসে মাংস বিক্রি করছিলেন তিনি। সঙ্গে ছিল না সেই পোষ্যটিও। তা দেখে কিছুটা সন্দেহ হয় স্থানীয়দের।

তাঁর বিক্রি করা মাংসের আকৃতি দেখেও সন্দেহ হয়েছিল অন্যান্যদের। শুধু তাই নয়, মাংসের পাশেই রাখা ছিল পোষ্য কুকুরের ছালও। যদিও ওই ব্যক্তির দাবি ছিল, তিনি যে মাংস বিক্রি করছেন তা খাসির। পরে সন্দেহ হওয়ায় অন্যান্য ব্যবসায়ীরা ঘেরাও করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। সেই সময়েই তাঁর ব্যাগের ভেতরে রাখা কুকুরের দেহাংশ উদ্ধার হয়।

আরও পড়ুন:– ‘বিষাক্ত’ দিল্লির বাতাস, সামাল দিতে GRAP 4-এ ফিরল দেশের রাজধানী, বিস্তারিত জানুন

জানা গিয়েছে, বাজারে অন্যান্য ব্যবসায়ীদের জেরার মুখেও ভাঙেননি ওই ব্যবসায়ী। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষা করতে পাঠানো হয় ওই মাংসও।

এ ভাবে পোষ্যর ছাল পেতে তার মাংস বিক্রির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই দৃশ্যে শিউরে উঠছেন স্থানীয়রা। এ বিষয়ে পানবাড়ি বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক  কিরেন্দ্র নাথ রায় বলেন, ‘অভিযুক্ত অমানবিক কাণ্ড করেছে। এই বাজার বহু বছর পুরনো। সুনাম আছে এলাকাবাসীর মধ্যে। ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম

আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন