Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের মহাকাশ চর্চার ইতিহাসে আলাদাভাবে লেখা থাকবে ১৬ জানুয়ারি, ২০২৫ দিনটার কথা। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ‘স্পেস ডকিং’ পরীক্ষায় সফল হয়েছে ইসরো। আর একই দিনে, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের পরিকল্পনায় অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য ৩,৯৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:– ‘বিষাক্ত’ দিল্লির বাতাস, সামাল দিতে GRAP 4-এ ফিরল দেশের রাজধানী, বিস্তারিত জানুন
সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের এই তৃতীয় লঞ্চ প্যাডটি এলভিএম-৩-এর মতো আগামী প্রজন্মের লঞ্চ ভেহিকলগুলির উৎক্ষেপণের কথা মাথায় রেখে তৈরি করা হবে। সামনের কয়েক বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান করার কথা ইসরোর। মহাকাশে মানুষ পাঠানোর ‘গগনযান অভিযান’ রয়েছে। রয়েছে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন স্থাপনের উচ্চাকাঙ্খী অভিযান। সেই সকল অভিযানের ক্ষেত্রে লঞ্চ ভেহিকল এই নতুন লঞ্চ প্যাড থেকেই উৎক্ষেপণ করা হবে।
ভারতের মহাকাশ পরিকাঠামোর উন্নয়নে এই নয়া লঞ্চ নির্মাণ এক অন্যতম মাইলফলক। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই লঞ্চপ্যাড মহাকাশ অনুসন্ধানে ইসরোর ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে।
আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম
আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত