Bangla News Dunia, দীনেশ : জুনজুন, একটি ১ বছর বয়সি ভালুকছানা সম্প্রতি নেটদুনিয়ার ‘স্টার’ হয়ে উঠেছে। তাঁর কুকুরছানার মতো আদুরে মুখ এবং অঙ্গভঙ্গিতে গলে জল হয়ে যাচ্ছেন এই ‘সাংহাই জু’-তে আসা পর্যটকদের পাশাপাশি নেটনাগরিকেরাও, সৌজন্যে তাঁর খেলা ও দুষ্টুমির ভাইরাল ভিডিও। বলা চলে, এই চিড়িয়াখানার আকর্ষনের কেন্দবিন্দু হয়ে উঠছে এই ১ মিটার লম্বা এবং ৩৫ কিলো ওজনের ভালুকবাচ্চা(Junjun The Bear Cub)।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
জুনজুনের লোমশ দেহ এবং কুকুর ছানাদের মতো আদুরে অঙ্গভঙ্গি তাঁকে অচিরেই বিখ্যাত করে তুলেছে দর্শকদের মধ্যে। তাঁর সঙ্গে ছবি তুলতে, ভিডিও বানাতে চাইছেন সবাই। তাঁর প্রতেকটি গতিবিধিতেই হাততালির ফোয়ারা ছুটছে, ঠিক কোনও তারকার মতো। জানুয়ারির প্রবল ঠান্ডাতে সাধারনত পর্যটকদের ভিড় কমই থাকে এই চিড়িয়াখানায়। কিন্তু জুনজুনকে দেখতে এই প্রবল শীত উপেক্ষা করেই ভিড় জমাচ্ছে তাঁর অনুরাগীরা।
want a micro cap alpha in animal meme meta?
alpha bear $junjun (although he’s cute like #moodeng and fluffy)
join the cult @junjuntoken pic.twitter.com/eW0EOdMkd6
— Carl Zorro (@Carl_Boyyy) January 15, 2025
উল্লেখ্য, জুনজুনের জন্ম এই চিড়িয়াখানাতেই হয়েছে। চিড়িয়াখানার কর্মীরাই সর্বদা খেয়াল রাখেন এই খুদে ভালুকছানার। তাঁর পছন্দের খেলনা থেকে শুরু করে প্রিয় খাবার আপেল এবং মধুর জোগান দিয়ে চলেছেন তাঁরা অক্লান্তভাবে। তাঁর দেখভাল করার দায়িত্বে থাকা এক কর্মী বলেন,‘জুনজুন সারাদিন চিড়িয়াখানার এক্সিবিশন এরিয়ায় খেলাধুলায় ব্যস্ত থাকে,যা পর্যটকদের দারুনভাবে আকর্ষন করে।’
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
জুনজুনের অন্যতম প্রিয় খেলা হল, চিড়িয়াখানার কর্মীদের পিছু ধাওয়া করা এবং এরপর সেই কর্মীদেরও ছুটতে হয় জুনজুনের পেছনে। আর তাঁদের এই মজাদার খেলাতেই মজেছে আমজনতা। সোশ্যাল মিডিয়ায় জুনজুনের এইসব ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রাতারাতি নেটনাগরিকদের নয়নের মনি হয়ে উঠেছে সে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা