হোয়াইট হাউসে ট্রাক নিয়ে হামলা ! ভারতীয় বংশোদ্ভূতর কি সাজা হলো, জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হোয়াইট হাউসে ট্রাক নিয়ে হামলার জের ৷ ভারতীয় বংশোদ্ভূত বছর কুড়ির সাই ভর্ষিত কান্দুলাকে 8 বছরের কারাদণ্ড দিল মার্কিন বিচার বিভাগ ৷ আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মার্কিন সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শ দ্বারা পরিচালিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য়ে এই হামলা করা হয়েছিল ৷

ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্ম হয় সাই ভর্ষিতের ৷ তবে আমেরিকার বাসিন্দা তিনি ৷ গ্রিন কার্ডও আছে তাঁর ৷ 2023 সালের 22 মে হোয়াইট হাউসে হামলা চালান ৷ হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন পার্ক পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন ৷ এরপর 2024 সালের 13 মে মাসে মার্কিন সম্পত্তির ইচ্ছাকৃতভাবে ধ্বংসের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় ৷

আরও পড়ুন:– ফিক্সড ডিপোজিট করবেন? ব্যাংকের এই নতুন নিয়ম জানুন! এইভাবে দ্বিগুণ রিটার্ন পাবেন

ATTEMPTED ATTACK ON WHITE HOUSE

2023 সালের 22 মে বড় ট্রাক নিয়ে হামলা করেন সাই ভর্ষিত (ফাইল চিত্র)

বিচারক ড্যানি এল ফ্রেডরিক রায়দানের সময় বলেন, “রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে হোয়াইট হাউসে হামলা চালান সাই ভর্ষিত ৷ গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে দেশে নাৎসি মতাদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ৷ নিজের নেতৃত্বে সরকার গঠন করতে চেয়েছিলেন ৷ প্রয়োজনে প্রেসিডেন্ট জো বাইডেনকে খুন করারও পরিকল্পনা ছিল তাঁর ৷” আর সেকারণে সেদিনের এই হামলা বলে জানান বিচারক ৷

তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই হামলার ছক কষছিলেন সাই ভর্ষিত ৷ বড় কনভয় ও আগ্নেয়াস্ত্র-সহ নিরাপত্তারক্ষী জোগাড়ের জন্য বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সঙ্গে তিনি যোগাযোগ করেন ৷ অবশেষে ট্রাক ভাড়া করে হোয়াইট হাউসের গেটে ধাক্কা মেড়ে প্রবেশের চেষ্টা করেন তিনি ৷

হামলার জন্য সেন্ট লুইস থেকে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাই ভর্ষিত ৷ এরপরে তিনি ইউ-হল থেকে একটি ট্রাক ভাড়া করে সরাসরি হোয়াইট হাউসের বাইরের ফুটপাতে চলে যান । সেখানে হোয়াইট হাউসের উত্তর দিকে নিরাপত্তার জন্য তৈরি করা ব্যারিকেডে ধাক্কা মারে ৷ সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ধাক্কা মারে উলটো দিকে ৷ এরপর ট্রাকটি উল্টে আবার ধাক্কা মারে । এতে সতর্ক হয়ে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন।

আরও পড়ুন:– সংঘর্ষে নিহত ১২ মাওবাদী সদস্য, ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

আরও পড়ুন:– পুলিশকে গুলি করে উধাও, খুঁজে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার, কে এই ‘ওয়ান্টেড’ সাজ্জাক?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন