নতুন বছরে মমতার হাতিয়ার ‘দুয়ারে সরকার ! জানুন কি কি পরিষেবা পাবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Duare Sarkar

Bangla News Dunia, Pallab : রাজ্যের মানুষকে সামাজিক ও আর্থিক সুরক্ষা প্রদানের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। তবে এখনও এই সমস্ত প্রকল্পের সুবিধা সবার কাছে পৌঁছায়নি। তাই অনেকেই অপেক্ষায় ছিলেন কবে আবার সরকারের তরফ থেকে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) এর শিবিরের আয়োজন করা হবে। এবার নবান্নের তরফ থেকে নতুন বছরের প্রথম দুয়ারে সরকার শিবিরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। কবে থেকে শুরু হবে কর্মসূচি? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম

দুয়ারের সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা নবান্নের

আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ‘দুয়ারে সরকার’র কর্মসূচি শুরু হওয়ার কথা। এই খবর প্রকাশ্যে আসার পর খুশি আমজনতা। কারণ অনেকেই নতুন করে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা ও অন্যান্য সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য অপেক্ষা করছিলেন। এবার ক্যাম্প বসা শুরু হলেই সেখানে গিয়ে কাজ সম্পন্ন করা যাবে।

ইতিমধ্যেই জানা যাচ্ছে আগামী সোমবার থেকেই শিবিরের জন্য প্রস্তুতি পর্ব শুরু করা হচ্ছে বলে জানা গিয়েছে। যে সমস্ত রাজ্যবাসী এখনও সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে বাকি রয়ে গিয়েছেন তাদের এবারের শিবিরের মাধ্যমেই নথিভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। একই সাথে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও চালানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে।

দুয়ারে সরকারের ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে?

২০২০ সালে প্রথম ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন এলাকায় ক্যাম্পের মাধ্যমে রেশন কার্ড বা খাদ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র তৈরী থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, প্রতিবন্ধী কার্ড, জমির পাট্টা আবেদন, কৃষি জমির মিউটেশনের মত কাজ করা হয়। আশা করা হচ্ছে এবারেও সমস্ত প্রকল্পের কাজ করা হবে দুয়ারের সরকারের শিবির গুলোতে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন