Bangla News Dunia, Pallab : নবজাত শিশুর বিভিন্ন সমস্যায় সেরা হোমিওপ্যাথি চিকিৎসা —–
★নবজাত শিশুর পায়খানা প্রস্রাব বন্ধ থাকিলে— একোনাইট ৩০ তিন ঘন্টাস্তর । ব্যর্থ হইলে ওপিয়াম ৩০ তিন ঘন্টা পর পর ।
★নবজাত শিশু মরার মত পড়িয়া থাকিলে ওপিয়াম ৩০ তিন ঘন্টা পর পর । এন্টিমটার্ট ৩০/২০০ আরোগ্যকর।
আরও পড়ুন:– সংঘর্ষে নিহত ১২ মাওবাদী সদস্য, ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
★নবজাত শিশুর সর্দি হইলে — ডালকামারা ৩০ তিন ঘন্টা পর পর। সর্দির জন্য নাক বন্ধ হয়ে যাওয়া ডালকামারা (নাক্স, এমনকার্ব, ষ্টিকট, লাইকো, স্যাম্বুকাস)।
★নবজাত শিশু নীল বর্ণ হইলে — লরোসিরেসাস ৩x এক ঘন্টাত্তর। ৭। নবজাত শিশুর শ্বাসরোধ হইলে লরোসিরেসাস ৩০, ১৫/২০ মিঃ অন্তর ।
★নবজাত শিশু লাল-নীল হইলে – গ্লোনইন ৩০ দুই ঘন্টান্তর ।
★নবজাত শিশুর গলায় বা বুকে ঘড়ঘড়ি আওয়াজ করিলে— এন্টিমটার্ট ৩০ দুই ঘন্টাত্তর। বিফলে কেলিসালফ ৬x । ১০। নবজাত শিশুর নাভী কাটার পর ধনুষ্টঙ্কার হইলে হাইপেরিকাম।
★নবজাত শিশুর নাভী দিয়া রস রক্ত পড়িলে এব্রোটেনাম ৩০,ক্যালেনডুলা Q পানির সহিত মিশাইয়া নাভী ধুইতে হইবে । নাভী দিয়া প্রস্রাব বাহির হইলে হায়োসিয়েমাস ৩০, দিনে ২ বার।
★নবজাত শিশুর মাথায় রক্তপূর্ণ টিউমার হইলে ১২x এক বড়ি দিনে ২ বার । সাইলিসিয়া ২০০, ২/১ ডোজ । ক্যালকে ফ্লোর
★নবজাত শিশু খুব কান্নাকাটি করিলে — নাক্স ৬ অথবা ক্যামেমিলা ১২ দুই ঘন্টা পর পর । অথবা ক্যালকে ফস ৩x ১ বড়ি দিনে ৩ বার । সারাক্ষণ কান্নাকাটি করিলে সিফিলিনাম ২০০ থেকে ।
★নবজাত শিশুর অন্ডকোষে জল জমিলে পালসেটিলা ৩০, ১ বার (এব্রোটেনাম, সাইলিসিয়া সুন্দর ঔষধ) দিনে।
নবজাত শিশুর কোরড হইলে এব্রোটেনাম ৩০, দিনে ১ বার অথবা ক্যালকে ফ্লোর ৩০x ১ বড়ি দিনে ১ বার। সাইলিসিয়া 1000