এবার মাত্র ৫০০ টাকায় মিলবে LPG সিলিন্ডার, হয়ে গেল বড় ঘোষণা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। হাতে সময় খুব কম। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন দলের তরফে জোরকদমে চলছে ভোটপ্রচার এবং জনসভা। প্রচারে যাতে কোনো রকম ত্রুটি না থাকে তার জন্য একেবারে কোমর বেঁধে নেমেছেন দলের নেতারা। কংগ্রেস, বিজেপি এবং আম আদমি পার্টির এই ত্রিমুখী লড়াই যেন একেবারে প্রেস্টিজিয়াস ফাইট। ২৭ বছরের খরা কাটাতে যেমন মরিয়া গেরুয়া শিবির ঠিক তেমনই আবার টানা তৃতীয়বার ক্ষমতা দখল করতে একেবারে মাটি কামড়ে রেখেছে আম আদমি পার্টি। অন্যদিকে আবার কংগ্রেসও চালিয়ে যাচ্ছে চেষ্টা।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

কঠিন লড়াই কংগ্রেসের!

শেষ মুহূর্তে এসে কংগ্রেসও বেশ মরিয়া হয়ে উঠছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা তাকিয়ে আছে দিল্লির সিংহাসনের দিকে। কোনোরকম ভাবেই জায়গা ছাড়ার পরিকল্পনা নেই তাঁদেরও। কয়েকদিন আগেই কংগ্রেস ‘প্যায়ারি দিদি’ প্রকল্পের ঘোষণা করেছিল। বলা হয়েছিল যে দিল্লি ক্ষমতায় এলে তারা প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা ভাতা দেবে। আর এবার আরও এক কদম এগিয়ে রাজ্যবাসীর জন্য এক নয়া প্রতিশ্রুতি ঘোষণা করল কংগ্রেস। সেই নয়া ঘোষণায় টার্গেট করল LPG গ্যাস সিলিন্ডারের দামকে।

দেওয়া হবে ৫০০ টাকায় রান্নার গ্যাস

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হয়েছিল কংগ্রেসের তরফে। যেখানে বলা হয়েছিল ক্ষমতায় আসলে একাধিক জনদরদি সিদ্ধান্ত নেওয়া হবে। আর তার মধ্যে অন্যতম হল মাত্র ৫০০ টাকায় রান্নায় গ্যাস বিতরণ। শুধু তাই নয়, দিল্লির মানুষের জন্য ফ্রি রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন