Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে পা রাখার আগেই ‘বিশ্ব শান্তি’র লক্ষ্যে কাজ করা শুরু করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার রাতে ফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। সোমবারই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন-চিন সম্পর্কের উন্নয়নে জোর দেবেন তিনি, এমনটাই মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
চিনা বিদেশ মন্ত্রকের বিবৃতি জারির পর, জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্পও। তাঁর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, তাঁদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। বাণিজ্য, ফেন্টানাইল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
আরও পড়ুন:– GPay-র অটোপে ফিচার কী ভাবে বন্ধ করবেন? জেনে রাখুন
ট্রাম্প লেখেন, ‘এই ফোনালাপটি চিন এবং আমেরিকা, দুই দেশের জন্যই খুব ভালো ছিল। আমি আশা করি, আমরা একসঙ্গে অনেক সমস্যার সমাধান করব এবং অবিলম্বে তা শুরু করব। আমরা বাণিজ্যের ভারসাম্য, , ফেন্টানাইল, টিকটক এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’ তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি এবং আমি বিশ্বকে আরও শান্তিপূর্ণ এবং নিরাপদ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব!’
এর আগে, চিন থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছিলেন। তবে একই সঙ্গে জানিয়েছিলেন, শি’র সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। তিনি আরও জানান, ইউক্রেন যুদ্ধ-সহ বিশ্বব্যাপী বিভিন্ন সংঘাত থামাতে মধ্যস্থতায় চিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গত ৬ জানুয়ারি ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনে জয়লাভের পর থেকেই তিনি প্রতিনিধিদের মাধ্যমে শি’র সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
অবশ্য, ২০ জানুয়ারি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শি জিনপিং। এ দিনই চিন জানিয়েছে, জিনপিংয়ের বদলে চিনা ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, তাঁর বিশেষ প্রতিনিধি হিসেবে ওয়াশিংটনে যাবেন।
আরও পড়ুন:– দিল্লি দখলে BJP-র ভরসা মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, বিস্তারিত জানতে এক ক্লিকে পড়ে নিন
আরও পড়ুন:– ইন্টারভিউর মাধ্যমে কলকাতা ESIC তে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন