Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুখবর ভারতের ফুটবলপ্রেমীদের জন্য। দ্বিতীয়বারের জন্য ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। সঙ্গে আসছে আর্জেন্তিনা দলও। জল্পনা চলছিল অনেকদিন ধরেই, এ বার সিলমোহর পড়ল তাতে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান আগেও জানিয়েছেন আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কথা বলে এই বিষয়টিকে চূড়ান্ত করার। এ বার সত্যি হলো সেটাই।
কবে এবং কোথায় আসবেন মেসি?
আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৮ দিনের জন্য ভারতে আসবে লিওনেল মেসি সহ আর্জেন্তিনা দল। চলতি বছরে ২৫ অক্টোবর কোচিতে পা রাখবেন তারা। থাকবেন ২ নভেম্বর পর্যন্ত। জানানো হয়েছে ভারতের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা দল, তবে বিপক্ষ দল কে হবে সেটা এখনও ঠিক করা হয়নি।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান একটি বিবৃতিতে বলেন, ‘২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, এই এক সপ্তাহের জন্য কেরালাতে থাকবেন মেসি। প্রীতি ম্যাচে অংশ নেওয়া ছাড়াও জনগণের জন্য একটি মঞ্চে ২০ মিনিট থাকবেন তিনি।’
আরও পড়ুন:– GPay-র অটোপে ফিচার কী ভাবে বন্ধ করবেন? জেনে রাখুন
এর আগে কলকাতায়
২০১১ সালে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন মেসি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল আর্জেন্তিনা দল। প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন ওই ম্যাচে। মেসি ছাড়াও ডি মারিয়া, হিগুয়েন সহ একাধিক তারকাখচিত দল নামিয়েছিল আর্জেন্তিনা ওই ম্যাচে। অবশেষে নিকোলাস ওটামেন্ডির গোলে জয় পায় তারা।
তবে মেসি এলেও বিশ্বকাপজয়ী দলের বাকি ফুটবলাররা আসবেন কি না সেটা নিশ্চিত নয়। ফিফার ক্রীড়াসূচি অনুযায়ী ওই সময় ইন্টারন্যাশনাল ব্রেক না থাকায়, প্রীতি ম্যাচের জন্য ইউরোপের বড় দলগুলো তারকা ফুটবলারদের ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে তাতেও উৎসাহের কমতি নেই একদমই। মেসিকে এক ঝলক দেখার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমাবেন মাঠে।