Bangla News Dunia, Pallab : টিউমারের_হোমিওপ্যাথি_চিকিৎসা
ব্যারাইটা কার্বঃ- শীত কাতরের রোগী ঘাড়,গলা,বগল বা শরীরের কোন স্হানে নরম তুল তুলে টিউমার তাহা বড় হোক আর ছোট হোক ব্যারাইটাি কার্ব তা আরগ্য করিতে সক্ষম।নবজাত শিশুর মাথায় নরম তুলতুলে অর্বুদে ব্যারাইটা কার্ব অব্যর্থ।
ক্যালকেরিয়া কার্বঃ-মোটা,মেদপুর্ণ থল থলে মাংসল রোগীর মাথার ঘামে বালিশ ভিজে অল্পতেই ঠান্ডা লাগে।এই ধাতুর রোগীদের শরীরের বিভিন্ন স্হানে টিউমার হইলে ক্যালকেরিয়া কার্ব উপযোগী।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
কোনিয়ামঃ-পেটে,স্তনে বা শরীরের কোন স্হানে শক্ত টিউমার তথায় সুচ ফুটানো ব্যথা।কোন সময় আঘাত লাগার ফলে টিউমার হইলে তাহাতে ব্যথা থাকিলে কোনিয়ামই তাহার এক মাত্র ঔষধ।
স্ট্যাফিসেগ্রীয়াঃ-শীত কাতর,বদরাগী,অত্যন্ত কামুক,পোকা ধরা দাঁত,খিট খিটে মেজাজ,এই ধাতুর রোগীদের চোখের পাতায় অন্জনি হইবার পর ঐ স্হানে ছোট টিউমারের মত হইয়া থাকিলে ইহা উত্তম ঔষধ।উপরোল্লিখিত লক্ষণ ছাড়াও চোখের পাতায় অর্বুদে এই ঔষধ প্রয়োগ করিয়া অনেক রোগী আরগ্য হইয়াছে।
গ্র্যাফাইটিসঃ-শীত কাতর,কোষ্ঠবদ্ধতার ধাতুর রোগীর বর্ণ মোটা চামরার রোগীদের চোখের পাতায় টিউমারে ইহা অব্যর্থ।
পালসেটিলা:-নম্র প্রকৃতি স্নেহশীল,মেজাজ শান্ত,গরম কাতর,এই ধাতুর রোগী চোখের নিচের পাতায় অন্জনি হইবার পর ঐ স্হানটি ঢিবির মত হইয়া থাকিলে পালসেটিলা আরোগ্য করিতে পারে।
হেল্কা:-লাভাঃ-ঘাড়ে বড় শক্ত গ্ল্যান্ড (টিউমার) হেল্কালাভা উপকারী।
রুটা: -কব্জির টিউমারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ।
থুজা:- কানের ভিতর টিউমার।নাকের ভিতর পলিপাস।শরীরের বিভিন্ন স্হানে টিউমার বা গ্ল্যান্ড থুজায় আরগ্য করিতে পারে। সাইকোটিক দোষযুক্ত রোগীতে থুজা অধিক ফলদায়ক।
আপনি যদি টিউমারে আক্রান্ত হন তাহলে পেজে ম্যাসেজ দিয়ে বিস্তারিত রোগ লক্ষন জানান। অথবা বিজ্ঞ প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নিন। কারণ এটি একটি মায়াজম ঘটিত জটিল রোগ।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা