লেনিনের উক্তি টেনে হোলটাইমারদের নিয়ে প্রশ্ন তোলা হল সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

CPM

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভ্লাদিমির ইলিচ লেনিনের উক্তি উল্লেখ করে সিপিএম কলকাতা জেলা কমিটির হোলটাইমারদের নিয়ে প্রশ্ন উঠল । এই প্রশ্ন উঠেছে সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে ৷

সূত্রের খবর, পার্টির হোলটাইমার বা সর্বক্ষণের কর্মীরা কী করছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের ভূমিকা কী, সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই সম্মেলনে । রবিবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন ৷ সেখানে এই প্রশ্ন ওঠার পাশাপাশি সর্বক্ষণের কর্মীদের পরিচর্যা ও জীবনবোধের মানোন্নয়ন করতে হবেও আলোচনায় বলা হয়েছে ।

সিপিএমের উত্তর কলকাতার এক নেতা বলেন, “লেনিন বলেছিলেন, একটা গোটা গ্রাম বা এলাকার মানুষকে বিপ্লবের সঙ্গে যুক্ত করতে একজন প্রকৃত বামপন্থীই যথেষ্ট । কিন্তু, কার্যক্ষেত্রে তার বাস্তব রূপ দেখা যাচ্ছে কী ? পার্টির সর্বক্ষণের কর্মীরা এলাকার বহু কর্মসূচিতে যোগ দিচ্ছেন না । এরিয়া কমিটির পদাধিকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন না । কেউ কেউ রাখলেও অধিকাংশই নিজের ইচ্ছেমতো পার্টির কাজে থাকছেন । অধিকাংশই কী করছেন, কী করবেন, কী করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনাই করেন না । যার প্রভাব সংগঠনে পড়ছে ।”

সিপিএম কলকাতা জেলার তিনদিনের সম্মেলন শুরুর আগে যে রাজনৈতিক খসড়া প্রকাশিত হয়েছে, তাতে দলীয় সংকটের কথা উঠে এসেছে । দলে নতুনদের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না । শাসকের বিরুদ্ধে বেকারি, দুর্নীতি, সন্ত্রাসের ভুড়ি ভুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও মহিলা বা তরুণ প্রজন্মকে দলে টানা যাচ্ছে না বলে দাবি করা হয়েছে । তারই, প্রেক্ষিতে দলীয়কর্মী, সদস্যদের পাশাপাশি হোলটাইমারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন:– ফের ভারতে আসছেন মেসি, কবে-কোথায় দেখা যাবে বাঁ-পায়ের জাদু?
CPIM KOLKATA CONFERENCE

সিপিএমের কলকাতা জেলা সম্মেলন

 

সিপিএম সূত্রের দাবি, বর্তমানে সিপিএম কলকাতা জেলাতে প্রায় সাড়ে পাঁচ হাজার হোলটাইমার আছেন । আন্তর্জাতিক, দেশ কিংবা এলাকার বিভিন্ন ইস্যুতে পার্টির ভূমিকা, সে সব বিষয়ে সাধারণ মানুষের কাছে কী বার্তা দেওয়া উচিত – তা অধিকাংশ জনের কাছে পরিষ্কার নয় । কারণ, আগের মতো হোলটাইমারদের পার্টি, ক্লাস বা ইস্যুভিত্তিক বিষয়ে আলোচনা হচ্ছে না । স্বাভাবিকভাবেই হোলটাইমারদের ব্যক্তিজীবন – সংগঠনে প্রভাব পড়ছে ।”

সূত্রের দাবি, কলকাতা জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে টালিগঞ্জ এরিয়া কমিটির ঝামেলার প্রসঙ্গ ওঠে । সংবাদমাধ্যমে ছবি বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক হয় । সামাজিক যোগাযোগ মাধ্যমেই এক নেতার স্ত্রী লাইভ করেছিলেন ! সেই বিতর্ক নিয়ে ফের চৰ্চা হয়েছে । অন্যদিকে, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারের বিষয়টিও আলোচিত হয়েছে বলে খবর ।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক

আরও পড়ুন:– ৩০ লাখ পথ কুকুর হত্যার নিদান মরক্কোর, কেন এমন সিদ্ধান্ত ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন