নতুন বছরে জিও নিয়ে আসলো দারুণ এক প্ল্যান, একসাথে পাবেন একগুচ্ছ সুবিধা ২০০ দিনের জন্যে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নতুন বছরের বিশেষ উপহার হিসেবে নিয়ে এসেছে একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। গত ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া এই প্লানটি প্রথমে ১১ই জানুয়ারি পর্যন্ত সীমিত ছিল। 

তবে জিও ঘোষণা করেছে যে, এই প্ল্যানের মেয়াদ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। অর্থাৎ যারা এখনো এই স্পেশাল প্ল্যান রিচার্জ করেননি তারা আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন। চলুন আজকের এই প্রতিবেদনে এই বিশেষ প্ল্যান সম্পর্কে বিস্তারিত আপডেট জেনে নিই।

জিও স্পেশাল প্ল্যান ২০২৫-এ কি কি সুবিধা পাবেন গ্রাহকরা?

রিলায়েন্স জিও তাদের “New Year Welcome Plan 2025” এর মাধ্যমে ইউজারদের জন্য বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এই প্ল্যানটি বর্তমানে ৩১শে জানুয়ারি পর্যন্ত উপলব্ধ থাকবে এবং এটি বিশেষ করে দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান যারা খোঁজেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। 

এই প্ল্যানের মূল সুবিধাগুলি হল-

অফার ভ্যালিডিটি- ২০০ দিনের ভ্যালিডিটি থাকবে এই প্ল্যানে এবং গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে।

আনলিমিটেড 5G ইন্টারনেট- এই প্ল্যানে 5G নেটওয়ার্ককে আনলিমিটেড ইন্টারনেট প্রদান করা হবে।

4G সুবিধা- 4G কানেকশন ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ GB করে ডেটা পাবেন। অর্থাৎ মোট ৫০০ GB ডেটা উপভোগ করা যাবে এই প্ল্যানের মাধ্যমে।

আনলিমিটেড ভয়েস কল- জিওর এই প্ল্যানের মাধ্যমে যে কোন জিওর নাম্বারে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

SMS সুবিধা- প্রতিদিন ১০০ টি করে SMS বিনামূল্যে পাঠানো যাবে এই প্ল্যানের মাধ্যমে।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

অতিরিক্ত বেনিফিট 

জিওর এই প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত কিছু বেনিফিট পাওয়া যাবে। সেগুলি হল-

Jio Cinema, Jio Cloud ও Jio TV- এই প্ল্যানের আয়তায় গ্রাহকরা জিওর বিনামূল্যে সমস্ত অ্যাপ ব্যবহার করতে পারবেন।

পার্টনার কুপন ও গিফট- গ্রাহকরা ২১৫০ টাকা পর্যন্ত পার্টনার কুপন এবং গিফট উপভোগ করতে পারবে এই প্ল্যানের মাধ্যমে।

Easy My Trip- এই প্ল্যানটি রিচার্জ করলে Easy My Trip অ্যাপের মাধ্যমে বুকিং করলে ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Swiggy- ৪৯৯ টাকার উপর অর্ডার করলে ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

অন্য প্ল্যানগুলোর তুলনায় কেন এটি লাভজনক?

এই প্ল্যানটি তুলনামূলকভাবে অন্যান্য জিওর প্ল্যানের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা প্রদান করছে। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন অ্যাপ এবং অফারের মাধ্যমে অতিরিক্ত বেনিফিট পাবেন, যা অন্য প্ল্যানে পাওয়া যাবে না।

জিও তাদের গ্রাহকদের জন্য এক বিশেষ উপহার দিয়েছে, যা ৩১শে জানুয়ারি পর্যন্ত উপলব্ধ থাকবে। যাদের দীর্ঘমেয়াদি রিচার্জের প্রয়োজন এবং যাদের 5G নেটওয়ার্ক পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। তাই আর দেরি না করে এখনই রিচার্জ করুন এবং সমস্ত সুবিধা উপভোগ করুন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন