‘বুড়ি কালা জাদু করে’, প্রস্রাব-কুকুরের পায়খানা খাওয়ালো পাড়ার লোকজন!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এক বৃদ্ধা কালা জাদু করে বলে পাড়ার লোকের সন্দেহ। তার জেরেই ওই বৃদ্ধাকে কঠিন শাস্তি দিলেন এলাকার লোকজন। তাঁর উপর হামলা, মারধরের পাশপাশি প্রস্রাব পর্যন্ত খাওয়ানোর অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের অমরাবতীর ঘটনা।

জানা গিয়েছে, ওই বৃদ্ধার বয়স ৭৭ বছর। জঙ্গলে ঘেরা এক গ্রামে তাঁর বাস। বাড়িতে একাই থাকেন তিনি। ছেলে, বৌমা কাজ করেন। সারা দিন বাড়ি থাকেন না তাঁরা। গত ৫ জানুয়ারি বৃদ্ধার ছেলে, বৌমা থানায় অভিযোগ দায়ের করেন। জানান, গত ৩০ ডিসেম্বর তাঁদের মাকে পাড়ার কয়েক জন মিলে মারধর করেছে।

আরও পড়ুন:– ফের ভারতে আসছেন মেসি, কবে-কোথায় দেখা যাবে বাঁ-পায়ের জাদু?

অভিযোগ, লাঠি দিয়ে মারার পাশাপাশি চড় থাপ্পড় মারা হয় ওই বৃদ্ধাকে। হাত বেঁধে পায়ে গরম লোহার রড দিয়ে মারা হয়। অভিযোগ আরও, বৃদ্ধাকে মূত্র ও কুকুরের পায়খানা খাওয়ানো হয়, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় গ্রামে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অমরাবতীর সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিশাল আনন্দ জানান, তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

কালো জাদু, ডাইনপ্রথা আজকের নয়। বহু যুগ আগে, যখন শিক্ষার আলো সার্বিক ভাবে সমাজে প্রবেশ করেনি, তখন এই সমস্ত কুসংস্কার ছিল মহামারীর মতো। তবে এখনও তা যে পুরোপুরি সমাজ থেক লুপ্ত হয়নি, এই ধরনের ঘটনা তা প্রমাণ করে দেয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-এর রেকর্ড বলছে, ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে এই সব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কারণে ১০৬৪ জনের প্রাণ গিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাথরসে ১১ বছরের এক শিশুর প্রাণও কেড়েছিল কালো জাদুর অন্ধকার।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক

আরও পড়ুন:– ৩০ লাখ পথ কুকুর হত্যার নিদান মরক্কোর, কেন এমন সিদ্ধান্ত ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন