Bangla News Dunia, দীনেশ : আরজি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy)। শনিবার দুপুরে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই রায় (Verdict) ঘোষণা করেন। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। এদিন বিচারক রায় ঘোষণা করতেই আদালত কক্ষেই কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা। তিনি জানান, বিচারের প্রথম সিঁড়ি পার হয়েছে। এবার লড়াইয়ের দ্বিতীয় সিঁড়িতে পা। সেই সঙ্গে বিচারককেও ধন্যবাদ জানান তিনি।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
এদিন বিচারকের উদ্দেশে নির্যাতিতার বাবা বলেন, ‘আপনার উপর আস্থা রেখেছিলাম। বিচারের প্রথম সিঁড়ি পেরোতে পারব বলেই মনে হয়েছিল। তার পূর্ণ মর্যাদা রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই।’ তাঁর কথা শুনে বিচারক বলেন, ‘সোমবার আপনাদের যাবতীয় বক্তব্য শুনব।’ এরপর আদালত চত্বরের বাইরে এসেও নির্যাতিতার বাবা বলেন, ‘সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। দোষী সাব্যস্ত হওয়ায় আমরা বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু মেয়েকে আর ফিরে পাবো না। তাই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক এটাই চাই। বিচারক জানিয়েছেন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি। আমরাও মৃত্যুদণ্ড চাই।’
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
তবে সিবিআই তদন্তের প্রতি আগেও একাধিকবার অনাস্থা প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি ছিল, এই ঘটনায় সঞ্জয় রায় দোষী হলেও একমাত্র জড়িত নন। আরও অনেকে রয়েছে। কিন্তু সিবিআই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। শিয়ালদা আদালতের রায় শোনার পরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছে নির্যাতিতার বাবা-মায়ের মনে। তাঁদের মতে, বিচার এখনও বাকি। তাই সঞ্জয়ের পাশাপাশি এই ঘটনায় জড়িতদেরও সাজা চাইছেন তাঁরা। আগামী সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সাজা ঘোষণা করবে আদালত।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত