Bangla News Dunia, Pallab : ইউকো ব্যাংকের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় Local Bank Officer পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যেকোনো উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা। আমরা এই প্রতিবেদনে ইউকো ব্যাংকের তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো।
Job Overview
নিয়োগকারী সংস্থা | UCO Bank |
পোস্ট তারিখ | 16.01.2025 |
পদের নাম | Local Bank Officer |
মোট শূন্যপদ | 250 টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | 05.02.2025 |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আবেদনকারী প্রার্থীদের নূন্যতম স্নাতক পাস যোগ্যতায়।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স হিতে হবে নূন্যতম 01.01.2025 তারিখ অনুসারে 20 বছর থেকে 30 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 48,048 এবং 85,920 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট 250টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (Selection Process) :
এখানে উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তারজন্য চাকরিপ্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর যেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –
- কল লেটার
- জন্ম সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- পি ডব্লিউ ডি সার্টিফিকেট
- নো অবজেকশন সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- পার্মানেন্ট প্রেসিডেন্ট সার্টিফিকেট
- স্নাতক পাসের মার্কশিট
- পাসপোর্ট সাইজের ছবি
- সাদা কাগজের ওপরে সই
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
ইউকো ব্যাঙ্ক লোকাল ব্যাংক অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষার ধরন (Types of Exam) :
এখানে আবেদনকারী প্রার্থীদের যে লিখিত পরীক্ষাটি নেওয়া হবে, সেটি হবে 3 ঘন্টার, যার পূর্ণমান থাকবে 200 । যার মধ্যে Reasoning এবং Computer Aptitude থেকে 60 নম্বর, General, Economy, Banking Awareness থেকে থাকছে 40 নম্বর, ইংলিশ থেকে 40 এবং Data Analysis & Interpretation থেকে 60 নম্বর।
পরীক্ষা কেন্দ্রের তালিকা (Exam Center List) :
এখানে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা দিতে হবে ত্রিপুরার আগরতলা, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, হুগলি, কল্যাণী ইত্যাদি শহরে। এছাড়াও আসামের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুরেও পরীক্ষা কেন্দ্র থাকছে। এগুলি ছাড়াও মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যা সহ প্রায় প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও কিছু কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 05.02.2025 তারিখ পর্যন্ত।