Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সুবিধার্থে চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp). রাজ্য সরকারের উদ্যোগ প্রচুর মানুষের কাছে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় সাহায্য। বাংলার বিভিন্ন প্রান্তে বসা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে মেলে একগুচ্ছ স্কিমের সুবিধা। তাই সকলেই অপেক্ষা করে থাকেন কবে তাঁদের নিজেদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে।
Duare Sarkar Camp In West Bengal
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকল নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যায়, মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে ২০২১ সালে এই কর্মসূচি প্রথম চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee).
তবে এই বছর তথা ২০২৫ সালে, আরও বেশি সংখ্যক মানুষ এই শিবিরের সুবিধা নিতে পারবেন। বিশেষ করে বাংলার গ্রামীণ এলাকায়, দুর্গম এলাকায়, সাহায্য করার জন্য দুয়ারে সরকার কর্মসূচির পরবর্তী দফার তারিখ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের
কবে থেকে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প?
পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্প বসবে আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে, বাংলার প্রত্যন্ত অঞ্চলের সকল বাসিন্দারা সব মিলিয়ে মোট ৩৭ টি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন তথা, সুবিধা পাওয়ার
জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে শিবিরগুলি স্থাপন করা হবে বিভিন্ন স্থানে।মানুষ নিজেদের প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য সেখানে যেতে পারবেন। এই শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের সুবিধাই মিলবে। প্রধানত রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রত্যেকদিন ক্যাম্পগুলি খোলা থাকবে।
সূত্রের খবর, আবেদন জমা দেওয়ার সময়সীমার পর শুরু হবে কর্তৃপক্ষ যাচাই-বাছাই প্রক্রিয়া। যা চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।
আর এই সময়ের মধ্যে শিবিরের আবেদনগুলি পর্যালোচনা করা হবে। যাতে কেবলমাত্র যোগ্য ব্যক্তিরাই সুবিধা পান। সব মিলিয়ে যাচাই-বাছাই সম্পন্ন হলে পর, যোগ্য আবেদনকারীরা পাবেন বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা ও সুবিধা।
প্রাথমিকভাবে রাজ্য সরকারের দুয়ারে সরকার উদ্যোগ শহরাঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠে সফল হলেও, সরকার এটি লক্ষ্য করেছে যে শহরের মানুষজন সাবলীলভাবে ক্যাম্পে অংশগ্রহণ করতে পারলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষেরা ক্যাম্পে যোগদান করতে না পারার কারণে বঞ্চিত হন। আর উদ্ভুত এই সমস্যা সমাধান করার জন্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়েছেন।
মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, যারা শহরাঞ্চল থেকে দূরে বসবাস করেন, সেই সকল ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নিতে পারবেন। অর্থাৎ কেউ বঞ্চিত হবেন না, সবাই সুবিধা পাবেন।
আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে