Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরে সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করল এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও)। প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট হোল্ডাররা এমপ্লয়ারের সাহায্য ছাড়াই পরিবর্তন করতে পারবেন নিজেদের ব্যক্তিগত তথ্য। এমপ্লয়ারকে দিয়ে তা ভেরিফিকেশন করানোরও প্রয়োজন পড়বে না। এর জেরে ইপিএফও পোর্টালে নাম, জন্ম তারিখের মতো তথ্য সংশোধনের কাজ আরও সহজ হবে। এর পাশাপাশি এমপ্লয়ারের মধ্যস্থতা ছাড়াই পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার অনলাইনে করতে পারবেন ইপিএফও গ্রাহকরা।
পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিলে বর্তমান এমপ্লয়ারের (নতুন সংস্থা) অধীনে নতুন পিএফ অ্যাকাউন্ট খোলা হয়। তখন পুরোনো পিএফ অ্যাকাউন্টের টাকা নতুন পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলে হিসাব রাখা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এই কাজ করার জন্য আবেদন করলে এমপ্লয়ার তা ভেরিফাই করত। তবেই পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার হতো। এর জেরে গোটা প্রক্রিয়ার বেশ খানিকটা সময় চলে যেত। ইপিএফও-এর এক অফিসার জানাচ্ছেন, গোটা প্রক্রিয়া শেষ হতে অন্তত ১৫ দিন সময় লাগত। এর জেরে গত ৯ মাসে এ রকম প্রায় ২০ লক্ষ আবেদন জমা হয়ে রয়েছে। নতুন নিয়ম চালু হলে ইপিএফও মেম্বাররা নিজেরাই আবেদন করে এই পরিবর্তন করতে পারবেন। ইতিমধ্যেই যাঁরা পিএফ অ্যাকাউন্ট পরিবর্তনের আবেদন করেছেন, তাঁরা পুরোনো আবেদন ডিলিট করে নতুন পদ্ধতির দ্বারস্থ হতে পারবেন।
আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের
নিজে থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে গেলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। ২০১৭ সালের ১ অক্টোবরের পর যাঁদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) ইস্যু করা হয়েছে, কেবল তাঁরাই এই আবেদন করতে পারবেন। এই পরিবর্তনের জন্য কোনও সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে না। তবে ২০১৭ সালে ১ অক্টোবরের আগে ইস্যু হওয়া ইউএএন-এর জন্য সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে। এই আবেদন করতে গেলে ইউএএন-এর সঙ্গে অবশ্যই আধার সংযুক্ত থাকতে হবে। তা না থাকলে এমপ্লয়ারের কাছে নথি জমা দিয়েই এই ধরনের পরিবর্তন করতে হবে।
আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে