Bangla News Dunia, Pallab : সরকারি চাকরির ইচ্ছা কম বেশি সকলেরই থাকে। তাই কোনো বিজ্ঞপ্তি বেরোলেই লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আবেদন করে একটা ভালো চাকরির আশায়। এবার জানা যাচ্ছে ইন্ডিয়ান নেভি হাজারেও অধিক পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান মার্চেন্ট নেভি। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা কাজের খোঁজে ছিলেন তারা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতেই পারেন। কীভাবে আবেদন করবেন? কি যোগ্যতার প্রয়োজন? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
ইন্ডিয়ান নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
সম্প্রতি ইন্ডিয়ান নেভির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে হাজারেরও বেশি শূন্যপদে লোক নেওয়া হবে। তবে এই নিয়োগের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? কীভাবে অনলাইনে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
শূন্যপদের বিবরণঃ
ইন্ডিয়ান নেভির দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে একাধিক পদ রয়েছে। ডেক রেটিংয়ের জন্য ৩৯৯ জন, ইঞ্জিন রেটিংয়ের জন্য ২০১ জন, সি-ম্যান হিসাবে ১৯৬ জন, ইলেক্ট্রিশিয়ান ২৯০ জন, ওয়েল্ডার / হেল্পার ৬০ জন, মেস বয় ১৮৮ জন ও রাঁধুনি হিসাবে ৪৬৬ জনকে নিয়োগ করা হবে।
বেতন
পদের ভিত্তিতে বেতনের পরিমাণ ভিন্ন হবে। তাই আবেদনের পূর্বে বেতনকাঠামো দেখে নিতে পারেন। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম ৩৮,০০০ টাকা থেকে শুরু করে ৯০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নিচে পদের ভিত্তিতে বেতনের পরিমাণ জানান হলঃ
- ডেক রেটিং – ৫০,০০০-৮৫,০০০
- ইঞ্জিন রেটিং – ৪০,০০০-৬০,০০০
- সি-ম্যান – ৩৮,০০০-৫৫,০০০
- ইলেক্ট্রিশিয়ান – ৬০,০০০-৯০,০০০
- ওয়েল্ডার / হেল্পার – ৫০,০০০-৮৫,০০০
- মেস বয় – ৪০,০০০-৬০,০০০
- কুক – ৪০,০০০-৬০,০০০
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। তবে নূন্যতম মাধ্যমিক যোগ্যতা হলেই আবেদন করা যাবে। ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, মেস বয় ও কুক পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে। ইলেক্ট্রিশিয়ান ও ওয়েল্ডার / হেল্পার পদের জন্য মাধ্যমিকের সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই এর প্রয়োজন। সি ম্যান পদের জন্য দ্বাদশ পাশ হওয়া প্রয়োজন।
বয়সসীমা
ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পদ অনুযায়ী ভিন্ন বয়সসীমা রয়েছে। সব ক্ষেত্রেই নূন্যতম আবেদনের বয়স ১৭.৫ বছর। কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর ও কিছুক্ষেত্রে সর্বোচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
অনলাইনে আবেদনের পদ্ধতি
আপনি যদি ইন্ডিয়ান নেভিতে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে হবেঃ
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে।
- লগইন করার পর সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদনের ফর্ম ফিলআপ করা শুরু করতে হবে।
- ফর্ম ফিলআপ শেষ হলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এক্ষেত্রে আগে ডকুমেন্টগুলিকে স্ক্যান করে সঠিক সাইজে করে রাখতে পারলে ভালো হয়।
- ডুকুমেন্টস আপলোড হয়ে গেলে সবটা শুরু থেকে চেক করে সাবমিট করে দিতে হবে।
- আবেদন সাবমিট করার পর ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সেটা দেওয়া হলেই আবেদন সম্পন্ন হবে। ফি পেমেন্ট করার পর ফর্ম ও পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট করে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- আধার কার্ড / ভোটার কার্ড
- বয়সের পরিমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ কালার ছবি
নিয়োগের পদ্ধতিঃ
যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করবে তাদের প্রথমেই একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যারা পাশ করবে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। কাউন্সেলিংয়ের জন্য তারিখ ও সময় কল লেটারের মাধ্যমে জানানো হবে। কাউন্সেলিংয়ে প্রার্থীদের পারফর্মেন্স ও লিখিত পরীক্ষার ভিত্তিতে লিস্ট তৈরি করা হবে। এরপর ফাইনাল রাউন্ড ক্যারেক্টার এন্টিসেন্টিনেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। এই সমস্ত পরীক্ষায় পাশ করলে নিয়োগ দেওয়া হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ
যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা ৬ই জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন চলবে।
পরীক্ষার তারিখ ও রেজাল্ট ঘোষণার দিন
আবেদন গ্রহণ ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার পর মার্চ ২০২৫ সালেই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার দিন থেকে ৫ দিনের মধ্যেই তার রেজান্ট ঘোষণা করা হবে।
আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে