Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সকল ডিগ্রি পাশের প্রার্থীদের জন্য ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ। সেজন্য উকো ব্যাংকের তরফে নতুন করে লোকাল ব্যাংক অফিসার (LBO) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদে চাকরির জন্য মোট ২৫০ জন কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদেরকে অবশ্যই ডিগ্রি কমপ্লিট করতে হবে রাজ্যের স্থানীয় ভাষা জানা থাকতে হবে। তাহলে যেসব প্রার্থীরা এখানে আবেদন করবেন তারা অতিশীঘ্রই যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেনিন নিচে উল্লেখ করা প্রতিবেদনে।
UCO Bank Recruitment 2025: বিবরণ
পদের নাম: UCO ব্যাংকে প্রার্থীদের লোকাল ব্যাংক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: LBO পদে মোট ২৫০ টি শূন্যপদ রয়েছে।
বেতনসীমা: UCO ব্যাংকের LBO পদে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে দেওয়া হবে ৪৮,৪৮০/- থেকে ৮৫,৯২০/- টাকা।
আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের
যোগ্যতার বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: UCO ব্যাংকের এলবিও পদে শুধুমাত্র ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীদের লোকাল ভাষায় জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা: UCO ব্যাংকের এলবিও পদে ২০-৩০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীরা UCO ব্যাংকের LBO পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এরজন্য প্রার্থীদেরকে সবার প্রথমে ইউকো ব্যাংকের অফিসিয়াল পোর্টালে ভিজিট করবেন । তারপর অ্যাপ্লিকেশন ফর্মের পেজে আবেদনকারীর কার্যকর্মের সমস্ত তথ্যসমূহ দিয়ে ফর্মটি ফিলাপ করবেন এবং প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুসারে আপলোড করবেন। তারপর সাবমিট বাটনে চাপ দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আবেদন তারিখ: UCO ব্যাংকের এলবিও পদে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে ১৬/০১/২০২৪ তারিখ থেকে ০৫/০২/২০২৫ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের এখানে অনলাইন পরীক্ষা ও ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমে চাকরির জন্য বাছাই করে নেওয়া হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ucobank.com |
আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে