Bangla News Dunia, দীনেশ : পাকিস্তানকে এবার মারণরোগ ক্যানসারের সঙ্গে তুলনা করলেন এস জয়শংকর। বিদেশমন্ত্রীর মতে, ভারতের প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদ ক্যানসারের মতো বাসা বেঁধেছে। এখন সেই রোগ সেদেশের মানুষকেই নিশানা করছে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়ার নিরিখে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান নিশ্চিতভাবে একটি ব্যতিক্রম। সেই ক্যানসার এখন ওদের নিজেদের রাজনীতিকে গ্রাস করছে। গোটা উপমহাদেশের স্বার্থে পাকিস্তানের এই নীতি থেকে সরে আসা উচিত।’ এ প্রসঙ্গে ভারতের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন জয়শংকর। তিনি বলেন, ‘৩টি স্তম্ভের ওপর গড়ে উঠেছে ভারতের বিদেশনীতি। এগুলি হল পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ।’
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
মন্ত্রী আরও বলেন, ‘ভারত নিজেকে বিশ্ববন্ধু এবং আন্তর্জাতিক মঞ্চে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বকে মজবুত করা এবং সমস্যা কমানোর চেষ্টা করে থাকে। তবে ভারতের স্বার্থ বিবেচনা করেই এটা করা হয়।’ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন জয়শংকর। সেখানে নতুন সরকারের একাধিক সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। তার আগে পাকিস্তান এবং ভারতের বিদেশনীতি নিয়ে তাঁর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিকমহল।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
বাংলাদেশে পালাবদলের পর উপমহাদেশে নতুন করে সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তারা। পাশাপাশি বাংলাদেশে সক্রিয় মৌলবাদী গোষ্ঠীগুলি পাকিস্তান থেকে মদত পাচ্ছে বলে অভিযোগ। পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আমদানির অভিযোগও সামনে এসেছে। এদিকে বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের ওপরই আর্থিক এবং কূটনৈতিক চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে জয়শংকরের মার্কিন সফরে নজর রাখছে ঢাকা-ইসলামাবাদ।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত