মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্প (Investment Scheme) এনেছে। আর এই সকল প্রকল্প দ্বারা অত্যন্ত উপকৃত সাধারণ মানুষ। আর এবার মোদি সরকার নতুন প্রকল্প এনেছে যার দ্বারা প্রতিমাসে আপনি পেতে পারেন ৩২ হাজার টাকা। কি নাম এই প্রকল্পের? কিভাবে এই প্রকল্পের দ্বারা সুবিধা পেতে পারেন? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

New Investment Scheme By Government

বর্তমানে কেন্দ্রীয় সরকার সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যই একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন। আর এই সকল প্রকল্পগুলি প্রধানত নির্মাণ করা হয়েছে জনসাধারণের সুবিধার্থে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যে বিভিন্ন ধরণের স্কিম তৈরি করেছে, তার মধ্যে একটি প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদন।

আজকের প্রতিবেদনে উল্লেখ করা হবে কিভাবে আপনি বিনিয়োগ করে প্রতি মাসে সুদ হিসেবে ৩২ হাজার টাকা পেতে পারেন। কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির তালিকায় এবার মহিলাদের জন্য একটি বিশেষ ধরনের স্কিম তৈরি করা হয়েছে। আপনি এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনার লাভের অঙ্ক হাতে পাবেন বিরাট। প্রধানত মহিলাদের জন্য এই প্রকল্প। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এই স্কিমের সুযোগ নিতে পারেন।

আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের

মহিলাদের জন্য নতুন বিনিয়োগ প্রকল্প

বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নির্মাণ করেই থাকে। আর সেই সকল প্রকল্প মহিলাদের আর্থিক সুবিধা প্রদান করে। তবে যে বিষয় মনে রাখা জরুরী, আজকে যে প্রকল্পের বিষয়ে কথা বলা হচ্ছে, সেই প্রকল্প আসলে এক বিনিয়োগ প্রকল্প।

বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলারাও সঞ্চয় নিয়ে অনেক বেশি সচেতন। সেক্ষেত্রে সঞ্চয় কর্মসূচির জন্য, আপনি কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প বেছে নিতেই পারেন। তবে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই স্কিমে কত টাকা বিনিয়োগ করলে মাসে মাসে ৩২ হাজার টাকা পাওয়া যাবে?

কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশে চালু করেছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Sanman Savings Certificate) নামক স্কিমটি। এখানে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন মিলতে পারে ভাল রিটার্ন। মোদি সরকারের এই প্রকল্পে সুদের হার দেওয়া হয় ৭.৫ শতাংশ করে।

এখানে বিনিয়োগ করার জন্য যেকোনও মহিলা ১ হাজার টাকা হাতে নিয়েই সঞ্চয় শুরু করতে পারেন। অর্থাৎ আপনি এক হাজার টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। সেখান থেকে আপনি এই স্কিমে ২ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। তবে মনে রাখবেন, এই স্কিম করা যাবে ২ বছরের জন্য।

এই প্রকল্পে টাকা রাখার পর আপনি ১ বছর পর সেখান থেকে নিজের ৪০ শতাংশ টাকা তুলেও নিতে পারেন। আর এই স্কিমে বিনিয়োগ আরম্ভ করতে পারেন ভারতের যেকোনও সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে। যদি আপনি ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তবে আপনি সুদ পাবেন ৭.৫ শতাংশ হারে। সুদ মিলিয়ে আপনার হাতে আসবে ২ লক্ষ ৩২ হাজার ৪৪ টাকা। হিসেব থেকে দেখা যাচ্ছে, আপনি সুদ হিসাবে পেলেন ৩২ হাজার ৪৪ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, যদি আপনি একজন বিবাহিত মহিলা না হয়ে থাকেন তাহলে আপনি নিজের মায়ের নামে বা অন্য কোনও মহিলা আত্মীয়ের নামেও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই যেকোনও বিনিয়োগ করার আগে আপনাকে অতি অবশ্যই ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে। তারপর বিনিয়োগ শুরু করতে পারেন।

আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত

আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন