Bangla News Dunia, Pallab : শুধু কলকাতা নয়, জনসংখ্যা ধীরে ধীরে বাড়ার নিরিখে একই তালে বাড়ছে যানবাহনের চাপ বাড়ছে একাধিক জেলায়। যার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি। সেখানে প্রতিনিয়ত চাপ বাড়ছে যানবাহনের। তার ফলে গত কয়েক বছরে যানজট সমস্যায় বেশ ভুগতে হচ্ছে সাধারণকে। তাইতো শহরের বিকল্প পরিবহণ হিসেবে মেট্রো রেল বা মনোরেলের তৈরি দাবি বেশ কিছু মাস ধরে উঠে আসছে।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
শিলিগুড়িতে মেট্রো রেল!
কিন্তু শিলিগুড়িতে মেট্রোরেল বা মনোরেল বানানোর জন্য কোনও প্রকার পরিকল্পনা করছে কেন্দ্রীয় দরকার। এমনকি গত অর্থবর্ষের বাজেটেও কেন্দ্রীয় সরকার তার সমীক্ষার জন্য অর্থ বরাদ্দ অবধি করেনি। যার জেরে বেশ ক্ষুব্ধ শহরবাসী। এমনকি এও প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকারই হয়ত এমন কোনও প্রস্তাব পাঠায়নি। কিন্তু সাধারণের দাবি, রাজ্য এবং কেন্দ্র দুই সরকারকেই যৌথভাবে এই প্রকল্পের জন্য পদক্ষেপ করতে হবে। তাহলেই মিটবে এই যানজটের সমস্যা। তবে সম্প্রতি শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ মেট্রো বা মনোরেল চালু করার জন্য প্রস্তাব পাঠালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে।
রেল মন্ত্রীর কাছে মেট্রোরেলের প্রস্তাব বিধায়কের
২০১৬ সালে শিলিগুড়ি পুরসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা সুজয় ঘটক প্রথম রেলবোর্ডের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে, শহরে অন্তত মেট্রো রেলের জন্য সমীক্ষা করা হোক। তিনি সেই প্রস্তাবে জানিয়েছিলেন যে এনজেপি থেকে নকশালবাড়ি পর্যন্ত অন্তত সমীক্ষা হোক। কিন্তু কেন্দ্র তা নিয়ে কোনও পদক্ষেপই করল না। কেন করা হল না এই নিয়ে এখনও উত্তর পাওয়া যায়নি। সেই থেকে এখনও সাধারণের দাবি মানা হয়নি। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে কমিশনারেটের এলাকাও। অথচ বাড়েনি বাড়তি যান সামাল দেওয়ার ব্যবস্থা। তাই ফের বিধায়ক শংকর ঘোষের মাধ্যমে মেট্রো রেল চালু করার প্রস্তাব পাঠায় কেন্দ্রের কাছে।
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত