কত বছর পর বদলাতে হয় আধার কার্ডের ছবি ? কিভাবেই বা বদলাবেন সেটা ? দেখে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

aadhaar-card

Bangla News Dunia, Pallab : বর্তমানে প্রতিটা ভারতীয়র সবথেকে গুরুত্বপূর্ণ একটি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হলো আধার কার্ড। একজন মানুষের স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা, শিক্ষা জীবনের স্কলারশিপ এর জন্য আবেদন করা থেকে শুরু করে কলেজে ভর্তি হওয়া, কিংবা যে কোনো রকম সরকারি পরিষেবায় হোক না কেন। প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ড হলো এখন বর্তমানে ভারতবর্ষের প্রতিটা ব্যক্তির অপরিহার্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস্।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

এই আধার কার্ড তৈরি করতে কিংবা যে কোনো রকম সংশোধন করতে এখন বর্তমানে মানুষদের বিভিন্ন রকম হ্যাপা পোহাতে হচ্ছে, কেননা আধার কার্ডের কাজ আধার সেন্টার ছাড়া কোনো জায়গায় করা যায় না। আর বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে আধার সেন্টারের কর্মীরা, বেশ অনেক টা বেশি বেশি করে টাকা নিচ্ছে এই আধার কার্ডের কাজ করার জন্য। আবার অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে তাদের আধার কার্ডের ছবি সঠিক বা স্পষ্ট নয় কিংবা হয়তো অনেক পুরনো হয়ে গেছে।

তবে সেক্ষেত্রে আপনারা আপনার নিকটবর্তী আপনার আধার কার্ডের ছবি চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও ভারত সরকারের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটা আধার কার্ডের আপডেট করা প্রয়োজন ? আমরা এই প্রতিবেদনে তার জন্য আধার কার্ড সমন্বিত এই সমস্ত তথ্য আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। সুতরাং প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণটা পড়বেন, কেননা এটাতে রয়েছে আপনাদের জন্য আধার কার্ড সম্বন্ধিত অতি গুরুত্বপূর্ণ বিশেষ কিছু তথ্য। তাহলে সমস্ত বিষয়টা দেখে নিন –

কিভাবে আপডেট করতে হয় আধার কার্ডের ছবি ?

আপনার আধার কার্ডের ছবি বদলাতে কিংবা আপডেট করতে হলে যেতে হবে আপনাদের নিকটবর্তী আধার সেন্টারে। সেখানে যাওয়ার আগে আপনারা চাইলে আধার এর অফিসিয়াল ওয়েবসাইট (www.uidai.gov.in) তে গিয়ে নিজের অ্যাপইমেন্ট বুক করে নিতে পারেন। তাহলে আপনাকে সেখানে গিয়ে কোনো লাইন দিতে হবে না। সেখানে গিয়ে আধার কার্ড সেন্টারের কর্মীকে বলতে হবে যে আপনি নিজের আধার কার্ডের ছবি বদলাতে চান। ওনারাই আপনাদেরকে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট ধাপে ধাপে করিয়ে দেবেন।

তারপর আপনাকে 100 টাকা ফি বাবদ দিতে হবে। আপডেট করার পর অবশ্যই আপনারা প্রদত্ত আপডেট রিকুয়েস্ট নম্বরটি চেয়ে নেবেন, নইলে আপনার আধার কার্ডটা আপডেট হয়েছে কিনা সেটা পরবর্তীকালে চেক করতে পারবেন না। আপডেট করার পর আগামী কমপক্ষে 15 দিন পর চেক করলেই দেখবেন যে আপনার আধার কার্ডটা আপডেট হয়ে গেছে। যদি কোনো কারণে সেটা না হয় তাহলে আপনারা পুনরায় সেই আধার সেন্টারে গিয়ে ওই আধার সেন্টারে কর্মী সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কেন আধার কার্ডের ছবি আপডেট করা এতটা গুরুত্বপূর্ণ ?

আধার কার্ডে থাকা ছবি পরিচয় প্রমাণ হিসেবে গৃহীত হয় প্রতিটা ভারতবাসীর। সরকারি কিংবা বেসরকারি পরিষেবা বেদে আধার কার্ডের ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে থাকে। এছাড়াও যদি আপনার ছবিটি পুরনো হয়ে যায় অর্থাৎ ছোটবেলায় আপনি আধার কার্ড করেছেন এখন বড় হয়ে গেছেন তাহলে অবশ্যই একবার আধার কার্ডের ছবি আপডেট করে নেবেন।

কত বছর পর আধার কার্ডের ছবি বদলে নেওয়া উচিত ?

UIDAI এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি 10 বছর অন্তর প্রতিটা ভারতবাসীকে নিজের আধার কার্ডের সমস্ত রকম তথ্য আপডেট করে নেওয়া উচিত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন