Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কৃষকদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে রাজি কেন্দ্রীয় সরকার ৷ আগামী 14 ফেব্রুয়ারি চণ্ডীগড়ে এই বৈঠক হবে ৷ এই ঘোষণার পরই আমৃত্যু অনশনে থাকা কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল তাঁর চিকিৎসা করাতে শুরু করেছেন ৷ রবিবার তাঁর অনশনের 54তম দিন ৷
চিকিৎসা করালেও প্রবীণ কৃষক নেতা দাল্লেওয়াল তাঁর অনির্দিষ্টকালীন অনশন বন্ধ করবেন না ৷ যতক্ষণ না কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে আইনি নিশ্চয়তা দিচ্ছে, ততক্ষণ তাঁর এই আমৃত্যু অনশন চলবে বলে জানিয়েছেন কৃষক নেতা সুখজিৎ সিং ৷ কৃষক নেতারা জানিয়েছেন, ইতিমধ্যে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে ৷ এতদিন পর কেন্দ্রীয় সরকার এই বৈঠক করতে রাজি হয়েছে ৷ কারণ, জগজিৎ সিং দাল্লেওয়ালের শারীরিক অবস্থা দিনে দিনে সঙ্কটজনক হয়ে উঠছে ৷ তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে ৷
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?
প্রবীণ দাল্লেওয়ালের সঙ্গে প্রায় 121 জন কৃষক আমৃত্যু অনশন শুরু করেছিলেন ৷ কেন্দ্রীয় সরকারে আলোচনার প্রস্তাবের পর তাঁরা তাঁদের অনশন ভঙ্গ করেছেন ৷ কিন্তু দাল্লেওয়াল অনশন চালিয়ে যাচ্ছেন। এদিকে কৃষকদের স্বাস্থ্যের বিষয়টি দেখাশোনা করছিলেন চিকিৎসক ডাঃ সোয়াইমান সিং ৷ তিনি একটানা 50 দিনেরও বেশি সময় ধরে অনশনে থাকে দাল্লেওয়ালের শারীরিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, 14 ফেব্রুয়ারি পর্যন্ত আদৌ কৃষক নেতা জীবিত থাকবেন কি না, তা নিয়েই যথেষ্ট সন্দেহ রয়েছে ৷
চিকিৎসক জানান, দাল্লেওয়ালের শারীরিক অবস্থা নিয়ে ভুল খবর ছড়িয়ে পড়েছে ৷ কেন্দ্রীয় সরকার যদি এই বিষয়টিকে গুরুত্ব দেয়, তাহলে তারা 14 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছে কেন ? প্রবীণ কৃষক নেতার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখার জন্য একজন স্থায়ী সরকারি চিকিৎসক প্রয়োজন ৷
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত