Bangla News Dunia, Pallab : বাংলা আবাস যোজনায় শুধু বাড়ি নয়, এবার থেকে গৃহ নির্মাণের জমিও প্রদান করছে রাজ্য সরকার। তাই আপনাদের বাংলা আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের জমি না থাকলে চিন্তার কারণ নেই এবার থেকে রাজ্য সরকারের তরফে রাজ্যের গরিব ও সাধারণ পরিবার গুলোকে বাংলা আবাস যোজনার পাশাপাশি গৃহ নির্মাণের জমি প্রদান করা সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বাংলা আবাস যোজনার অন্তর্গত প্রথম কিস্তির টাকা প্রত্যেকের একাউন্টে ঢুকতে শুরু করেছেন। একাউন্টে টাকা ঢুকলেও রাজ্যের বেশ কিছু পরিবারে গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেননি। কারণ সেই সকল পরিবার গুলির গৃহ নির্মাণের জন্য পর্যাপ্ত জমি নেই। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে গৃহ নির্মাণ করার মতো জমি কিনতে তারা পারছেন না। এই সকল পরিবারগুলোকে রাজ্য সরকারের তরফে গৃহ নির্মাণের ভূমি প্রদান করা হবে।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর বাংলার আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে টাকা ঢুকেছেন এমন মোট ১২ হাজার উপভোক্তা রয়েছেন, যারা টাকা পেয়েও জমির অভাবে বাড়ি নির্মাণ করতে পারছেন না। তাই মানবিক সরকার এই সমস্ত পরিবারগুলিকে চিহ্নিত করণের মাধ্যমে বাড়ি তৈরি করার টাকা দেওয়ার পাশাপাশি জমির ব্যবস্থাও করে দিতে চলেছে পঞ্চায়েত দপ্তর। খুব শীঘ্রই এই সকল পরিবারগুলিকে গৃহ নির্মাণের জন্য ফাকা জমি চিহ্নিতকরণের পর বিতরণের জন্য প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।
নির্দেশ অনুযায়ী যে সকল পরিবার গৃহনির্মাণের জমি নেই তাদের এলাকায় বাড়ির আশেপাশে ফাঁকা জমি চিহ্নিতকরণের কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ফাঁকা জমিগুলোতে সেই পরিবার গুলির গৃহনির্মাণের ব্যবস্থা করা হবে। তাই যে সকল পরিবারের গৃহ নির্মাণের পর্যাপ্ত জমি উপলব্ধ নেই তারা নিশ্চিন্তে থাকুন আগামীতে গৃহ নির্মাণের জন্য আপনাদের জমি প্রদান করা হবে।
বাংলা আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের উপর একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার। কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে বাংলা আবাস যোজনা টাকা আটকে দিয়েছিল কেন্দ্র সরকার। এবার বাংলা আবাস যোজনার টাকা ঢুকেছে অথচ তাদের গৃহ নির্মাণের জমি নেই এই নিয়েও একাধিক অভিযোগ ধরা পড়েছে। একাধিক মহল থেকে প্রশ্ন করা হচ্ছে যে সমস্ত পরিবারের নিজের নামে কোনো জমিই নেই তারা আবাস যোজনা প্রকল্পের টাকা পেলেন কি করে?
বাংলা আবাস যোজনা টাকা পাওয়ার প্রাথমিক শর্ত হলো নিজের নামে গৃহ নির্মাণের জমি থাকতে হবে। আর এই সূত্রেই উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এই বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকারের দাবি এরা হতদরিদ্র মানুষ। গৃহ নির্মাণ করার মতো জমিও নেই এদের। তাঁর কথায় মানবিক মুখ্যমন্ত্রী গৃহ নির্মাণের জন্য এদের জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত