Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যাঙ্কিং বিভিন্ন সমস্যার নাম করে প্রতারকরা কল বা মেসেজ করেন সাধারণ মানুষকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বলে সর্বস্ব লুঠ করার ফাঁদ পাতে। অযথা ভয় পেয়ে সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ নেমে আসতে পারে জীবনে। দেখুন কী বলে ফাঁদ পাতা হয়। তা থেকে সাবধান থাকবেনই বা কী করে।
নিরাপদ থাকার টিপস:
- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও গোলমাল হয়েছে, এমন কোনও ফোন বা মেসেজ পেলে শুধু সেই ফোন বা মেসেজের ভরসায় থাকবেন না। দ্রুত ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন।
- অনেক ব্যাঙ্কে গ্রাহকের সুবিধার জন্য পার্সোনাল ব্যাঙ্কিং অফিসার থাকেন। তাঁর নম্বরটি সঙ্গে রাখুন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও সমস্যায় পড়েন, তা হলে তাঁর সঙ্গে কথা বলে জানুন, যে মেসেজটি আপনার মোবাইলে এসেছে, সেটি আসল নাকি ভুয়ো।
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?
- সাধারণত প্রতারকরা ফোন বা মেসেজ করলে তারা চাইবে, আসলে ভয় দেখিয়ে যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্ট ডিটেলসগুলো জেনে নিতে, যাতে তারা অ্য্যাকাউন্ট দ্রুত খালি করে দিতে পারে। আপনার দুশ্চিন্তা হলেও কোনও ভাবেই ফোন বা মেসেজে এই সব ডিটেলস দিয়ে দেবেন না।
- আবার আপনাকে এমনও বলা হতে পারে যে, আপনি অমুক সিকিউরিটি অ্যাপ দ্রুত ডাউনলোড করুন। ওই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আবার সুরক্ষিত করতে পারবেন। না বুঝেশুনে সঙ্গে সঙ্গে এমন কোনও অ্যাপ ডাউনলোড করবেন না। কারণ, হতেই পারে এই অ্যাপটির মাধ্যমেই প্রতারকরা আপনার স্মার্টফোন বা কম্পিউটারটি রিমোটে দখল নিতে পারে।
- কোনও ক্ষেত্রে প্রতারকরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য বলতে পারে, তাদের প্রতিনিধি সরাসরি আপনার বাড়িতে যাবে, তার হাতে দ্রুত আধার, প্যান কার্ডের মতো ডিটেলস দিয়ে দিন। এক্ষেত্রে কোনও ব্যক্তি আপনার বাড়ি বা অফিসে এলেও তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হোন। তার আগে সরাসরি আপনার পার্সোনাল ব্যাঙ্কারকে ফোন করে জেনে নিন, এমন কোনও প্রতিনিধিকে সত্যিই ব্যাঙ্কের তরফে পাঠানো হয়েছে কি না।
- যদি বোঝেন ওই ফোন বা মেসেজটি ভুয়ো, তা হলে অবশ্যই ১৯৩০ নম্বরে ফোন করে বিষয়টি জানান অথবা www.cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ নথিবদ্ধ করুন।
- অনেক সময়ে সাইবার প্রতারকরা ব্যাঙ্কের আধিকারিক পরিচয় দিয়ে এমনও বলতে পারে যে, কিছু নতুন সিকিউরিটি ফিচার নিয়ে এসেছে ব্যাঙ্ক। সেটা চালু করার জন্য একটা নির্দিষ্ট ফি জমা দিতে হবে অনলাইনে। এমন কোনও কথা বলে টাকা চাওয়া হলেও কোনও ভাবে দেবেন না।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত