মতিলালের শংসাপত্রে কাটল অনিশ্চয়তার মেঘ, কত দাম বাড়ল কল্যাণ জুয়েলার্সের স্টকের, দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত কয়েক সপ্তাহ ধরেই সময় ভালো যাচ্ছিল না কল্যাণ জুয়েলার্সের। ধারাবাহিকভাবে শেয়ারের দর পড়ছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, সেবি এই সংস্থার শেয়ারে এফঅ্যান্ডও ট্রেডিং কয়েক দিনের জন্য ব্যান করেছিল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আয়কর দপ্তর হানা দিয়েছে গয়না প্রস্তুতকারক এই সংস্থায়। ঘুষের অভিযোগও উঠেছিল। এর সম্মিলিত প্রভাবে গত ২ সপ্তাহে কল্যাণ জুয়েলার্সের সংস্থার শেয়ার দর কমে গিয়েছিল ৩৫ শতাংশেরও বেশি। কিন্তু মতিলাল অসওয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার থেকে সার্টিফিকেশনের পরই বদলে গেল পরিস্থিতি। সোমবার বাজার খোলার পর কল্যাণ জুয়েলার্সের শেয়ার দর ৯.৩ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৫৪৯ টাকায়। যদিও বেলা ১১টার সময় এই সংস্থার স্টকের দাম আগের দিনের ক্লোজ়িংয়ের থেকে সাড়ে ৮ শতাংশ বেড়ে রয়েছে ৫৪৪ টাকায়।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

মতিলাল অসওয়ালের তরফে জানানো হয়েছে, কল্যাণ জুয়েলার্সের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ ভিত্তিহীন, ক্ষতিকর এবং অবমাননাকর। ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রিপোর্টে লিখেছে, ‘এই সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তোলা হয়েছে সংস্থার বদনাম করার জন্য।’ আয়কর হানার অভিযোগ গত সপ্তাহেই নাকচ করেছিলেন কল্যাণ জুয়েলার্স কর্তৃপক্ষ। লগ্নিকারীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছিলেন। মতিলাল অসওয়ালও শেয়ার হোল্ডারদের ভিত্তিহীন খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে রিপোর্টে লেখা হয়েছে, ‘আমরা সমস্ত স্টেক হোল্ডারদের আবেদন করছি, কেবল মাত্র নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যেই ভরসা রাখুন। সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা করা হয়েছে। সিস্টেম এবং ফান্ড ম্যানেজারদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে।’ কল্যাণ জুয়েলার্সে বড় মাপের বিনিয়োগ রয়েছে মতিলাল অসওয়ালের বিভিন্ন মিউচুয়াল ফান্ডের।

ঘুষ, আয়কর হানা সংক্রান্ত গুজব নিয়ে কল্যাণ জুয়েলার্সের একজ়িকিউটিভ ডিরেক্টর রমেশ কল্যাণরমণ বলেছেন, ‘শেয়ার হোল্ডারদের সঙ্গে স্বচ্ছতা এবং সততার সঙ্গে ব্যবসা করেছি আমরা। আমাদের কোনও লোকেশনে আয়কর হানা হয়নি। এটা গুজব। সংস্থার বিভিন্ন অডিটে থেকে পাওয়া ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা জানিয়েছি, গত ১৮ মাসে ৪৫০ কোটি টাকার ঋণ মিটিয়েছি আমরা। শেয়ার হোল্ডারদের ১৭০ কোটি টাকার ডিভিডেন্ড দেওয়া হয়েছে।’

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন