সময় চান বিচারক, সাময়িক স্থগিত সঞ্জয়ের সাজা ঘোষণা ! তাহলে কখন?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : গত শনিবারের পর আজ অর্থাৎ সোমবার আরজি কর (RG Kar Case) কাণ্ডে দোষী সিভিক ভলান্টিয়ার এর সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করার কথা। সেই অনুযায়ী সকাল থেকেই তৈরি হয়েছে এক উত্তেজনামূলক পরিস্থিতি। তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা আদালত চত্বর। কোনও ভাবেই যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, সে দিকে কড়া নজর পুলিশের। সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টার কিছু পর থেকেই সেই মামলার শুনানি শুরু হয়।

কিন্তু এখনও পর্যন্ত বিচারপতি অনির্বাণ দাস সঞ্জয়ের সাজা ঘোষণা করলেন না। আরও সময়ের প্রয়োজন বললেন খোদ বিচারপতি। জানা গিয়েছে দুপুর পৌনে ৩টেয় সাজা ঘোষণা করতে পারেন তিনি। আগের দিনই আদালত জানিয়ে দিয়েছিল যে, সঞ্জয়ের বিরুদ্ধে যে সব ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ কোর্টের বিচারক জানাবেন, কী শাস্তি পেতে চলেছে সে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন