আদানির এই সংস্থার স্টকে আগ্রহ বাড়ছে লগ্নিকারীদের, বিস্তারিত দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আদানি এনার্জি সলিউশন লিমিটেড দেশের সবথেকে বড় ইলেকট্রিসিটি ট্রান্সমিশন এবং ডিসট্রিবিউশন সংস্থা। সম্প্রতি আদানি গোষ্ঠীর এই সংস্থার ঝুলিতে এসেছে নতুন দু’টি প্রোজেক্ট পেয়েছে। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সেই প্রোজেক্টগুলি হাতে আসার পর আদানি এনার্জি সলিউশনের মোট অর্ডারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষের শুরুতে আদানির এই সংস্থার হাতে প্রোজেক্ট ছিল ১৭ হাজার কোটি টাকার। অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের শুরুর থেকে এখন তিন গুণ কাজের বরাত রয়েছে এই সংস্থার। বেসরকারি ক্ষেত্রে ট্রান্সমিশন সংস্থার পাওয়া অর্ডারের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই খবর সামনে আসতেই সোমবার চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে আদানির সংস্থার শেয়ার দর।

২০২৫ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারের মধ্যে নতুন দু’টি অর্ডার পেয়েছে আদানিদের সংস্থা। রাজস্থান থেকে পাওয়া এই দুই অর্ডারের মোট মূল্য ২৮ হাজার ৪৫৫ কোটি টাকা। এর মধ্যে একটি প্রোজেক্ট হবে রিনিউয়েবল এনার্জি পার্ক সংক্রান্ত। অপরটি রাজস্থান থেকে উত্তরপ্রদেশে বিদ্যুৎ সরবরাহের। রাজস্থানের ভাদলা থেকে উত্তরপ্রদেশের ফতেপুর পর্যন্ত হাই ভোল্টেজ ট্রান্সমিশন প্রোজেক্টের মূল্য ২৫ হাজার কোটি টাকা।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

নতুন দুই প্রোজেক্টর খবর সামনে আসার পর থেকেই দাম বাড়তে শুরু করেছে আদানি এনার্জি সলিউশনের শেয়ারের। সোমবার বেলা ১টার সময়, ২.১৭ শতাংশ বেড়ে এই সংস্থার স্টরে দাম হয়েছে ৮২৩ টাকা। শুধু এ সপ্তাহের শুরুতে নয়। গত সপ্তাহেও এই সংস্থার শেয়ার দর বেড়েছে ১৩ শতাংশের বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দর আরও বাড়তে পারে।

অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারের মধ্যে আদানি এনার্জি সলিউশন ১ হাজার সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক বাড়িয়েছে। এখন ওই সংস্থার ট্রান্সমিশন নেটওয়ার্কের পরিমাণ হয়েছে ২৬ হাজার ৪৮৫ সার্কিট কিলোমিটার। আদানির সংস্থার ডিসট্রিবিউশন পরিষেবাও উল্লেখযোগ্য। কেবল মুম্বই মেট্রোপলিটন এলাকায় ৩০ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে এই সংস্থা। সেখানে বিক্রি প্রায় ৩ শতাংশ বেড়েছে। নবি মুম্বই, গাজ়িয়াবাদ, কচ্ছের মতো এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইসেন্স পাওয়ার জন্য ইতিমধ্যেই ওই সব এলাকায় আবেদন জমা দিয়েছে আদানি এনার্জি সলিউশন।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন