Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী অর্থবছরে ২০ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের। বৃহস্পতিবার তাদের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণার সময় এ কথা জানান সংস্থার চিফ এগজ়িকিউটিভ অফিসার সলিল পারেখ।
জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করলে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ইনফোসিসের ৫,৫৯১ জন কর্মী বেড়ে গিয়েছে। শেয়ারবাজারে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। ভারতের দ্বিতীয় বৃহত্তম সফ্টওয়্যার পরিষেবা রপ্তানিকারী সংস্থাটির মোট আয়ের ৮০ শতাংশের বেশি পশ্চিম বিশ্বের বাজার থেকে আসে।
চলতি অর্থবছরের জন্য তাদের কনস্ট্যান্ট-কারেন্সি রেভিন্যু গাইডেন্স আগের ৩.৭৫-৪.৫ শতাংশ পূর্বাভাস থেকে বাড়িয়ে ৪.৫-৫ শতাংশ করেছে ইনফোসিস।
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থাটির নিট মুনাফার অঙ্ক বার্ষিক ১১.৪ শতাংশ বেড়ে ৬,৮০৬ কোটি টাকা হয়েছে। যা বিশেষজ্ঞদের ৬,৭৭০ কোটি টাকার থেকে বেশি। একই সময়ে ইনফোসিসের মোট আয় বার্ষিক ৭.৬ শতাংশ বেড়ে ৪১,৭৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। ইউরোপের বাজারের শক্তিশালী চাহিদা এবং আর্থিক পরিষেবা, ম্যানুফ্যাকচারিং এবং এনার্জি বাজারের বৃদ্ধি সংস্থার এই বিপুল মুনাফার পক্ষে সহায়ক হয়েছে।
এ প্রসঙ্গে পারেখ বলেন, ‘আমরা আমাদের এন্টারপ্রাইজ় এআই ক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাব। জেনারেটিভ এআই-এর উপর আমরা বিশেষ জোর দিচ্ছি। এর ফলে আর একটি ত্রৈমাসিকে আমরা এত ভালো ফল করতে পেরেছি।’
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত