থ্রিলারে মোড়া ‘১০ ই জুন’ ! সৌরভ-সৌমিতৃষার জুটি আসছে কবে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুক্তির পথে সৌরভ দাস ও সৌমিতৃষা কুণ্ডুর জুটিতে নতুন বাংলা ছবি ’10 ই জুন’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবিতে অভিনেতাদের লুক। পরিচালক রুপক চক্রবর্তী পুরোপুরি থ্রিলারের মোড়কে বানিয়েছেন এই ছবি। রহস্য, গুলি, ভালোবাসা সবই রয়েছে এখানে। বিনোদনের ফুল প্যাকেজ প্রেক্ষাগৃহে আসছে 21 ফেব্রুয়ারি ।

একটা তারিখ আর সেই নিয়ে গোটা সিনেমা। মানুষের জীবনে কোনও তারিখ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটে উঠবে এই ছবিতে। গল্পটা এরকম- ’10 ই জুন’ সকাল বেলা গল্পের নায়িকা মিতালি বাড়িতে একা। বাবা মা পুজো দিতে গিয়েছে। হঠাৎই কলিং বেলের শব্দ শুনতে পায় মিতালি। দরজা খুললে বন্দুক হাতে বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালির বাড়িতে আশ্রয় চায় সেই যুবক। কিন্তু কেন? কোন অপরাধে অপরাধী সে? গল্প কোনদিকে যাবে এরপরে? এই সবের উত্তর সাজিয়েই তৈরি হয়েছে বাংলা ছবি ’10 ই জুন’।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

ছবিতে মিতালির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। বড়পর্দায় সৌমিতৃষার এটি দ্বিতীয় কাজ। যুবকের চরিত্রে সৌরভ দাস। ছবিটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’- এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে। উল্লেখ্য, শুধু থ্রিলারধর্মী নয় এই ছবি। প্রেমেরও দারুণ সুতো বুনেছেন পরিচালক ৷ একইসঙ্গে টলিউডও পাবে এক নতুন জুটিকে। ছবিতে অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাস প্রমুখ। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। কলকাতা শহর ও নর্থ বেঙ্গলে ছবির শ্যুটিং হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রুপক চক্রবর্তী।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন