‘বিগ বস ১৮’ জিতে প্রথম কাকে ধন্যবাদ দিলেন করণ বীর? পুরস্কার মূল্য কত পেলেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘বিগ বস ১৮’-এর বিজয়ী কে হবে, সেটা জানার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। রবিবার ছিল এই সিজ়নের চূড়ান্ত পর্ব। গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে শোয়ের সঞ্চালক সলমন খান বিগ বস-এর এই সিজনের বিজয়ী হিসাবে করণ বীর মেহেরার নাম ঘোষণা করেন। ফাইনালে করণের প্রতিদ্বন্ধী ছিলেন ভিভিয়ান ডিসেনা। তবে দর্শকের ভোটের বিচারে করণ অনেকটাই এগিয়ে ছিলেন ভিভিয়ানের চেয়ে। মুনওয়ার ফারুকী, এমসি স্ট্যান, তেজস্বী প্রকাশের মতো বিগ বস জয়ী অন্য তারকার সঙ্গে জুড়ে গেলে করণের নাম।

বিগ বস জয়ী করণ এর আগে ‘খঁতরো কি খিলাড়ি ১৪’ জিতেছেন। তার মাস কয়েক পরেই বিগ বস-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিজেতা হতে পেরে রীতিমতো আপ্লুত করণ। মা এবং বোনকে দু’পাশে নিয়ে বিগ বস্-এর ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তিনি। ছবির সঙ্গে লিখেছেন মনের কথাও। করণ লিখেছেন, ‘যে মুহূর্তের জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই দিনটি উপস্থিত। জনতার পছন্দের প্রতিযোগী জয়ী হয়েছে।’

দর্শকের উদ্দেশে করণ লিখেছেন, ‘আপনাদের নিরপেক্ষ ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এই জয় সম্ভব ছিল না। এই জয় আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।’

বিগ বস-এর সিজ়ন যত এগিয়েছে বিজয়ীর প্রাপ্য অর্থমূল্যের পরিমাণও ওঠানামা করেছে। প্রথম ৫টি সিজ়নে জয়ীকে দেওয়া হতো ১ কোটি টাকা। তার পর সেটা কমে দাঁড়ায় ৫০ লক্ষ। সিজ়ন ১২-তে বিজয়ীকে দেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকা। তবে শোনা যাচ্ছে, এই সিজ়নে করণ ৫০ লক্ষ টাকা পেয়েছেন।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন