হজরত মহম্মদকে অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত ! পপ গায়ককে মৃত্যুদণ্ড ইরানের আদালতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :হজরত মহম্মদকে অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জনপ্রিয় পপ গায়ক (Pop Singer) আমির হোসেন মাগসুদলু ওরফে তাতালু (Amir Hossein Maghsoudloo)। এবার তাঁকে মৃত্যুদণ্ডের সাজা (Death sentence) শোনাল ইরানের একটি আদালত (Iran)।

রবিবার ইরানের সংবাদমাধ্যমে জানানো হয়, সুপ্রিম কোর্ট আগের পাঁচ বছরের কারাদণ্ডের ক্ষেত্রে প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়েছিল। তবে মামলাটি ফের আদালতে ওঠে। এবং এবার তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এও তরফে জানানো হয়েছে, আদালতের এই রায়ই চূড়ান্ত নয়। গায়ক চাইলে হাইকোর্টে আপিল করতে পারেন।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

প্রসঙ্গত, ৩৭ বছর বয়সি ওই পপ গায়ক ২০১৮ সাল থেকে ইস্তানবুলে থাকছিলেন। তবে ২০২৩ সালের ডিসেম্বরে তুরস্কের পুলিশ তাঁকে ইরানের কাছে হস্তান্তর করে। তারপর থেকে তিনি ইরানেই আটক রয়েছেন। তবে শুধু হজরত মহম্মদকে অপমান নয় ‘পর্নোগ্রাফি’ প্রচারের জন্যও তাতালুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন