Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কৃষক আন্দোলনের মধ্যে লোকসভা ভোট হলে কে এগিয়ে থাকবে ? উলেখ্য ২০১৯ সালের শেষের দিকে CAA, NRC নিয়ে কিছু জায়গায় তোলপাড় শুরু হয়েছিল গোটা দেশ জুড়ে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তা স্থগিত হয়ে যায়। বর্তমানে কেন্দ্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষক আন্দোলন। কেন্দ্র সরকারের পেশ করা ৩টি কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা।
देखिए अगर अभी कराए जाएं चुनाव तो किसे मिलेगी कितनी सीट#MoodOfTheNation @anjanaomkashyap pic.twitter.com/8dBQ7qCjyO
— AajTak (@aajtak) January 21, 2021
দেশ জুড়ে এই আবহের মধ্যে লোকসভা নির্বাচন হলে কত পরিমাণ ভোট পেত NDA সরকার? এই নিয়ে ইন্ডিয়া টুডে ১টি সমীক্ষা করেছিল। তাদের মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে এই বিষয়। প্রসঙ্গত নতুন বছরে৩ রা জানুয়ারি থেকে ১৩ ই জানুয়ারির মধ্যে সমীক্ষা করা হয়। সেখানে ৬৭ শতাংশ গ্রামের মানুষ ও ৩৩ শতাংশ শহরের মানুষ মিলিয়ে ১২,২৩২ জনের মধ্যে সমীক্ষা করা হয়। গত ২০১৪ সাল ও পরে ২০১৮ সালে একই ভাবেই সমীক্ষা করা হয়েছিল।
আরো পড়ুন :- একুশের ভোটে কেন্দ্রীয় বাহিনী ! কড়া নজর কমিশনের
অর্থাৎ ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে দেশে লোকসভা নির্বাচন হলে NDA পেতে পারে ৪৩ শতাংশ ভোট ও ৩২১ টি আসন। অন্য দিকে UPA পেতে পারে ৯৩ টি আসন ও ২৭ শতাংশ ভোট। আর অন্যান্যরা পেতে পারে ১২৯ টি আসন অর্থাৎ ৩০ শতাংশ ভোট। সমীক্ষা থেকে উঠছে দেশের প্রায় ৭৪ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে খুবই অভিভূত।
Highlights
1. কৃষক আন্দোলনের মধ্যে লোকসভা ভোট হলে কে এগিয়ে থাকবে ?
2. দেশের প্রায় ৭৪ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে খুবই অভিভূত
#BJP #MODI