ফের বড় ভাঙ্গন তৃণমূলে ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফের বড় ভাঙ্গন তৃণমূলে ! বিধানসভা নির্বাচনী আবহে তৃণমূল দলের মধ্যে দলীয় কর্মীদের ক্ষোভ যেন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। প্রায় প্রতিদিন দলের কোনো না কোনো তৃণমূলীয় বিধায়ক, সাংসদ বা নেতাকর্মী ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে আশ্রয় গ্রহণ করছেন। এবার রাজ্যের বন দফতরের ক্যাবিনেট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রীত্ব থেকে পদ ত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি রাজ্যপালের কাছে গিয়ে  তার ইস্তফা পত্র জমা দিয়েছেন।

bjp-tmc

কিন্তু রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিতে গিয়ে তার চোখে রীতিমতো জল দেখা যায়। নিষ্ঠাভরে নিজের দায়িত্ব পালন করার পর তিনি দায়ভার থেকে মুক্তি গ্রহণ করেন। কিন্তু মনে আঘাত নিয়ে সর্বসমক্ষে কেঁদে ফেলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই দিন তিনি জানিয়েছেন, তার পদত্যাগের সিদ্ধান্ত অনেক পুরনো। আজ থেকে প্রায় ২ বছর আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এত দিনে তা কার্যকর সবার সামনে করলেন।

আরো পড়ুন :- কৃষক আন্দোলনের মধ্যে লোকসভা ভোট হলে কে এগিয়ে থাকবে ? দেখুন একনজরে

প্রসঙ্গত  ২০১৮ সালের ৭ই জুন মন্ত্রিসভা বদলের সময় রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দিন তিনি এমনটা আশা করেননি। আজ ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, আড়াই বছর আগের সেই দিন তিনি বেশ অপমানিত বোধ করেছিলেন। তবে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সবার তার অনুরোধ, আমাকে ভুল বুঝবেন না। তিনি আর একদম আঘাত নিতে পারছিলেন না।

Highlights

1. ফের বড় ভাঙ্গন তৃণমূলে !

2. ক্যাবিনেট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রীত্ব থেকে পদ ত্যাগ করেছেন

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন