ফের শহরে দুর্ঘটনা, মেয়েকে স্কুলে দিতে যাওয়ার পথে বেপরোয়া S31-এর ধাক্কায় মৃত্যু মহিলার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মঙ্গলবার সকালে মেয়েকে স্কুটিতে চাপিয়ে তাকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা-মা। পিছন থেকে তাঁদের স্কুটিতে ধাক্কা দেয় সরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা দেবশ্রী মণ্ডলের (৩৭)। এ দিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালে স্কুটিতে চেপে ৩ বছরের মেয়ে অঙ্কিতাকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা প্রসেনজিৎ মণ্ডল এবং মা দেবশ্রী মণ্ডল। অঙ্কিতা ঢাকুরিয়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এইট-বি বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় তাঁদের পিছন থেকে ধাক্কা দেয় একটি ‘এস-৩১’ বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবশ্রী মণ্ডলের। ৩ বছরের খুদে অঙ্কিতা সুস্থ থাকলেও বাবা প্রসেনজিৎ মণ্ডল গুরুতর আহত হয়েছেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুন:– মসনদে ট্রাম্প, এ বার কোন কোন স্টকে ফুলেফেঁপে উঠবে পকেট? জেনে নিন

অঙ্কিতাকে নিয়ে যাওয়া হয় যাদবপুর থানায়। পরে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এই দুর্ঘটনার জন্য সরকারি বাসটির বেপরোয়া গতিকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকেই দাবি করছেন, রেষারেষির কারণে এই দুর্ঘটনা।

গত নভেম্বরে সল্টলেকে দু’টি বাসের রেষারেষির শিকার হয়েছিল এক স্কুল পড়ুয়া। মায়ের স্কুটার থেকে পড়ে মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুষ পাইকের। দুটি বাসের রেষারেষির মধ্যে পড়ে গিয়েছিল আয়ুষের মায়ের স্কুটি। শিশুটির মা গুরুতর আহত হন ওই দুর্ঘটনায়। বছরের শুরুতেই উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে এক মহিলা পথচারীকে পিষে দিয়েছিল এল-২৩৮ রুটের বেসরকারি। বারবার বাসের এই রেষারেষির চিত্র সামনে এলেও কেন বেপরোয়া গতিতে লাগাম পরানো যাচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?

আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন