Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রকল্পের নাম ‘অপারেশন প্রয়াস’। গত চার মাসে এই প্রকল্পের মাধ্যমে যৌথ তদন্ত চালিয়ে অন্তত ১৬৭ জনকে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও সংশ্লিষ্ট থানার পুলিশ।
‘অপারেশন প্রয়াস’–এর উদ্দেশ্য ব্যাখ্যা করে হাওড়ার গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘যাঁদের মোবাইল হারিয়ে গিয়েছে, তাঁরা থানায় অভিযোগ করে থাকেন। এই ধরনের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ ভাবে তদন্ত করে হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করার চেষ্টা করে।’ এই প্রসঙ্গে, যাঁদের মোবাইল হারিয়ে গিয়েছে, তাঁদের প্রথমেই থানায় অভিযোগ জানাতে পরামর্শ দেন পুলিশ সুপার। পাশাপাশি, সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতেও অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন:– মসনদে ট্রাম্প, এ বার কোন কোন স্টকে ফুলেফেঁপে উঠবে পকেট? জেনে নিন
হাওড়ার গ্রামীণ পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুর থানা থেকে ৪৪টি, বাগনান থানা থেকে ২১টি, উদয়নারায়ণপুর ও গড়চুমুক থেকে ১২টি করে, শ্যামপুর থেকে ৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে। সোমবার এই উপলক্ষে বাগনান থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ২১ জনকে মোবাইলগুলো তুলে দেন উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, বাগনান থানার ইনস্পেক্টর ইন চার্জ অভিজিৎ দাস প্রমুখ।
উদ্ধার হওয়া মোবাইল প্রাপকদের মধ্যে ছিলেন বাগনান থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ব্যক্তিরা—কাঁকটিয়া গ্রামের উৎপল সাউ, তন্ময় হাজরা, কল্যাণপুরের আরজু সুলতানা, গুণিনপাড়ার স্বাগতা পাত্র, বাইনানের অদ্রীশ পাঁজা প্রমুখ। এঁদের মধ্যে কেউ বাসস্ট্যান্ড, কেউ অনুষ্ঠান বাড়িতে মোবাইল হারিয়ে এসেছিলেন। পরে পুলিশকে জানিয়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলি ফিরে পেয়েছেন তাঁরা।
উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব বলেন, ‘গত কয়েক দিন আগে বাগনান থানার বাইনান ও কল্যাণপুর থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরে সিসিটিভি দেখে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা এখন জেলে হেফাজতে।’
আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?
আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন