সীমান্তে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে বিজিবি, অনুমতি ইউনূস প্রশাসনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : সীমান্তে বিজিবিকে (BGB) টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ সরকার। সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটাকে কেন্দ্র করে বিএসএফ বাংলাদেশ সীমান্তের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিজিবি পালটা এই জাতীয় অস্ত্র ব্যবহার করতে পারেনি। কারণ বিজিবির কাছে এই জাতীয় অস্ত্র নেই। এই কারণে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভারতের কাছে সাউন্ড গ্রেনেড রয়েছে। ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে একটি কনফারেন্স হওয়ার কথা রয়েছে। এবিষয়ে বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে। তারা জানাবে, যে বিষয় ও চুক্তিগুলিতে অসংগতি রয়েছে, সেগুলি দেখতে হবে।’ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বিজিবির কাছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নেই। এজন্য কেনার অনুমতি দেওয়া হয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রাণঘাতী অস্ত্র প্রয়োজন হলে ব্যবহার করা যাবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে, কোন সময় কোনটি ব্যবহার করতে হবে। সীমান্তের অবস্থা এই মুহূর্তে মোটামুটি স্থিতিশীল। বড় কোনও সমস্যা নেই।’

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন