রেশন কার্ডে আবারও বদলে গেল নিয়ম !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের গরিব তথা মধ্যবিত্ত পরিবারের মানুষদের যাতে অন্নের কোনো অভাব না হয় তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় বিনামূল্যে রেশন প্রকল্প চালু করা হয়েছে। এর দৌলতে প্রতিমাসে দেশে ৮০ কোটি ও পশ্চিমবঙ্গে ১ কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। তবে আচমকাই রেশনের নিয়মে বদল হয়েছে, যার জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

রেশন কার্ডের নিয়মে বড় বদল

বেশ কিছুদিন হল ডিজিটাল রেশন কার্ড চালু হয়ে গিয়েছে। রেশন ডিলারের থেকে নিজের কার্ড দেখিয়ে প্রাপ্য চাল, গম ইত্যাদি পাওয় যেত। এমনকি ডিজিটালাইজেশনের ফলে একটা বড় সুবিধা হয়ে ছিল রেশন কার্ড হোল্ডারদের, সেটা হল যে কোনো জায়গা থেকেই সামগ্রী পাওয়া যেত। কিন্তু এবার এই নিয়মে কিছুটা বদল হয়েছে।

এতদিন ডিজিটাল রেশন কার্ড হওয়ার সুবাদে আপনি কলকাতর বাসিন্দা হলেও রাজ্যের যে কোনো প্রান্তের রেশন দোকান থেকেই নিজের প্রাপ্য চাল, গম নিতে পারতেন সপ্তাহের যে কোনোদিন। কিন্তু আর তেমনটি হবে না। যদি আপনি রেশনকার্ডে উল্লিখিত ডিলারের বদলে অন্য কোথাও থেকে রেশন সামগ্রী নিতে চান তাহলে আপনাকে নির্ধারিত কিছু দিনেই যেতে হবে। না হলে লম্বা লাইনে দিয়েও খালি হাতে ফিরে আসতে হতে পারে।

সপ্তাহের যে দিন খুশি তোলা যাবে না রেশন!

যেমনটা জানা যাচ্চে, নিজস্ব ডিলারের থেকে রেশন না তুলে অন্যত্র থেকে চাল গম পেতে হলে শনি ও রবিবারই রেশন দোকানে যেতে হবে। নাহলে রেশন দেওয়া হবে না। নতুন এই নিয়মের জেরে ইতিমধ্যেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বহু মানুষকে। তবে এ পর্যন্ত এই নিয়ম নিয়ে আলাদা করে কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জরি করা হয়নি।

সম্প্রতি হুগলির এক উপভোক্তা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। বর্ধমান নিবাসী ওই ব্যক্তি বর্তমানে কর্মসূত্রে হুগলিতে থাকেন। এতদিন যে কোনোদিন নিজের সময় মত রেশনে গিয়ে চাল ও গম নিয়ে আসতেন। কিন্তু এমাসে রেশন তুলতে যেতেই তাকে জানিয়ে দেওয়া হয় অন্য এলাকার কার্ডে শুধুমাত্র শনি ও রবিবার রেশন দেওয়া হবে, এমনটাই নিয়ম চালু হয়েছে। নতুন এই নিয়মের ফলে অনেকেই অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন