জন্ম দেওয়ার শাস্তি, মা’কে খুন ছেলের

By Bangla News Dunia Dinesh

Published on:

breaking , mormantik

Bangla News Dunia, দীনেশ : মা কেন তাকে জন্ম দিয়েছিল? এই কারণে মাকে শাস্তি দিতে তাঁকে খুন করল ছেলে। হ্যাঁ, মাদকাসক্ত ছেলে ঠিক এই জবাবই পুলিশকে দিয়েছে।

কেরলের (Kerala) কোজিকোড় জেলার থামরাসেরির কাছে পুথুপ্পড়িতে অবাক করার মতো ঘটনাটি শনিবারের।

মায়ের হাতে মানুষ হওয়া ছেলে ছুরি দিয়ে মায়ের গলা কেটেছে। ২৫ বছরের সেই ছেলের নাম আশিক। মা ৫৩ বছর বয়সি সুবেইদা কাইক্কাল। খুন করার পর বিন্দুমাত্র আফশোস ধরা পড়েনি আশিকের। বরং জানা গিয়েছে এর আগেও দু-তিনবার মাকে খতম করার চেষ্টা করেছে সে।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

থামরাসেরির এসএইচও সাজুজকুমার জানিয়েছেন, এর আগেও দু’তিনবার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আশিক। একথা পুলিশকে জানিয়েছেন পাড়াপড়শিরা। মাদকাসক্ত আশিক প্রায় সবসময় মায়ের কাছে টাকা চাইতো। না দিলেই অশান্তি। ঝামেলা। ঘটনার দিন আশিক মাদক নিয়েছিল কি না পুলিশ তা খতিয়ে দেখছে। এসএইচও জানিয়েছেন, আশিকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

সুবেইদা ডিভোর্সি। ২৩ বছর আগে তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের সময় আশিক দু’বছরের। ছেলেকে নিয়ে সংসার। আয় বলতে কোনও অনুষ্ঠানে রান্নার কাজে সাহায্য করতেন।

আশিকের মাসি শাকিলা জানিয়েছেন, আশিক একসময়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ যুক্ত হয়। তখন থেকেই মাদক নিতে শুরু করে। ছেলের চিকিৎসার জন্য বেঙ্গালুরুর একটি সেন্টারে ১০ মাস চিকিৎসা করিয়ে পাঁচ লক্ষ টাকারও বেশি খরচ করেছিলেন সুবেইদা। প্রাক্তন স্বামীর কাছেও ছেলেকে রাখতে চেয়েছিলেন। তিনি নিতে চাননি। মাথায় টিউমারের অস্ত্রোপচারের পর পুথুপ্পাড়িতে শাকিলার বাড়িতে ছিলেন। মর্মান্তিক ঘটনাটি সেখানে ঘটে। তখন কাজে বেরিয়েছিলেন আশিকার মাসি শাকিলা।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন