তুরস্কের রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে ৬৬ জনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : রিসর্টে (Resort) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হল অন্তত ৬৬ জনের। জখম ৫১ জন। তুরস্কের (Turkey) বোলু শহরে ঘটনাটি ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

জানা গিয়েছে, স্থানীয় সময় গভীর রাত প্রায় সাড়ে ৩টা নাগাদ আগুন লাগে। একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ১২ তলা ভবনের একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে। তারপর সেটি অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police) ও দমকল। এখনও পর্যন্ত ৬৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন