কম EMI, সুদও সামান্য ! PAN কার্ড দেখিয়েই সহজেই মিলছে ৫০০০০ টাকা লোন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বিপদ কখনও বলে কয়ে আসে না। তাই সেক্ষেত্রে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন হয়ে পরে। তখন একমাত্র উপায় থাকে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া। আর এই ধরণের পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর হতে পারে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন। বর্তমান সময়ে দেখা গিয়েছে এখন পার্সোনাল লোন নেওয়া একেবারে জলভাতের মত সমান। আর এইমুহুর্তে এই লোন আরও অনেক সহজ হয়ে গিয়েছে।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

প্যান কার্ড থাকলেই মিলবে পার্সোনাল লোন

জানা গিয়েছে গ্রাহক PAN Card দেখালেই মিলছে কড়কড়ে ৫০ হাজার টাকার লোন। তাই আবার ব্যাঙ্কিং অথবা নন ব্যাঙ্কিং সংস্থা থেকে। এই তথ্য শুনে নিশ্চয়ই ভাবছেন ভুল তথ্য দেওয়া হচ্ছে? আসলে কিন্তু তা নয়। এটাই সত্যি। শুধু মাত্র প্যান কার্ড দেখিয়ে ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণে পাওয়ার রয়েছে সুযোগ। কী ভাবে তার আবেদন করতে হবে, এই প্রতিবেদনে রইল তার হদিস।

ভারতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য বা নথি রয়েছে তার মধ্যে অন্যতম হল প্যান কার্ড। আর এই প্যান কার্ডই হয়ে উঠেছে পার্সোনাল লোন নেওয়ার অন্যতম হাতিয়ার। তাও আবার ৫০ হাজার টাকা পর্যন্ত মিলবে এই পার্সোনাল লোন। এমনকি এই লোন শোধ করার জন্য যে মাসিক কিস্তি হবে সেটিও খুব একটা বেশি হবে না। পাশাপাশি লোন শোধ করার জন্য সুদের হারও থাকবে বেশ কম। ফলে বাড়তি চাপ থাকবে না গ্রাহকের। তাই কীভাবে এই সুবিধা পাওয়ার জন্য নিজের এই প্যান কার্ডটিকে ব্যবহার করবেন তা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত ভাবে।

রয়েছে নানা শর্ত

প্যান কার্ড থেকে যদি পার্সোনাল লোন নিতে হয় তাহলে সবার আগে গ্রাহককে প্যান কার্ডের ক্রেডিট স্কোরটি দেখে নিতে হবে। যদি এই ক্রেডিট স্কোর ৬০০ র বেশি হয় তাহলে খুব সহজেই মিলবে পার্সোনাল লোন। এছাড়াও বেশ কয়েকটি শর্ত রয়েছে এই লোনের সুবিধার জন্য। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। এবং বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ছ’মাসের কাজের অভিজ্ঞতা এবং মাসে ১৫ হাজার টাকার বেশি আয় হলে তবে আবেদনকারী এই লোন পাবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন